ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনিংস ব্যবধানে হারল ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ইনিংস ব্যবধানে হারল ক্যারিবীয়রা ছবি: সংগৃহীত

ঢাকা: গল টেস্টের একদিন বাকি থাকতেই জয় তুলে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। ফলোঅনে পড়া সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২২৭ রানে অলআউট হয়।

ফলে, ইনিংস ও ৬ রানের জয় নিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শেষে ১-০তে লিড নিল লঙ্কানরা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। একাই ৬ উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৪ উইকেট।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৮৪ রানের জবাবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সবক’টি উইকেট হারিয়ে তোলে ২৫১ রান। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অলআউট হওয়ার আগে ক্যারিবীয়রা তোলে ২২৭ রান।

ম্যাচের প্রথম দিন শতক পূরণ করেন লঙ্কান ওপেনার করুণারাত্নে। তার পথ ধরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন চান্দিমাল। করুণারাত্নে ১৮৬ আর চান্দিমাল ১৫১ রান করেন। দলীয় ৩৩৯ রানে এ দু’জনের ২৩৮ রানের জুটি ভাঙে। দুই রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ পর্যন্ত ১৫২.৩ ওভারে ৪৮৪ রানে লঙ্কানদের ইনিংস থামে।

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। জেরম টেইলর নেন দুই উইকেট। কেমার রোচ, জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল ও মারলন স্যামুয়েলস একটি করে উইকেট লাভ করেন।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৮২ ওভারে ২৫১ রান তোলে। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ রান আসে ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে। ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া, ব্রাথওয়েইট ১৯, হোপ ২৩, স্যামুয়েলস ১১, ব্লাকউড ১১, রামদিন ২৩, হোল্ডার ১৯, কেমার রোচ ২২, টেইলর ৩১, বিশু ২৩ রান করেন।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা আরেকবার হেরাথ ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে। মাত্র ৬৮.৩ ওভারে ২২৭ রান তুলে গুটিয়ে যায় অতিথিরা।

দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৯২ রান করেন জার্মেইন ব্লাকউড। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৩৫ বলে ১০টি চার আর ৩টি ছক্কা হাঁকিয়ে তিনি ইনিংসটি সাজান। এছাড়া ওপেনার ব্রাথওয়েইট করেন ৩৪ রান। ৩১ রানে বিদায় নেন ড্যারেন ব্রাভো।

দ্বিতীয় ইনিংসে হেরাথ ৪ উইকেট নিলেও অভিষিক্ত মিলিন্দা জয়াবর্ধনে নেন দুই উইকেট। ধাম্মিকা প্রসাদ নিজের দখলে রাখেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।