ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে বাড়ছে দেশি-বিদেশি ক্রিকেটার

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
বিপিএলে বাড়ছে দেশি-বিদেশি ক্রিকেটার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জমকালো আয়োজনে ২০ নভেম্বর উদ্বোধন হবে বিপিএলের তৃতীয় আসর এবং মাঠে খেলা গড়াবে ২২ নভেম্বর থেকে। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে দেশি ১২৩ ও বিদেশী ১৯৬ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

তবে, খেলায়াড়দের তালিকা আরও লম্বা হয়েছে বললেন, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

 শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বিসিবিতে তিনি সাংবাদিকদের এই ব্যাপারে নিশ্চিত করেন।

বিপিএলে বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভূক্তি নিয়ে জালাল ইউনুস বলেন, বিদেশি খেলোয়াড়ের কোটায় আরও ১৫ খেকে ২০ জন যোগ হচ্ছে। এরমধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা রয়েছেন। এদিকে ঘোষিত ১৯৬ জনের মধ্যে ১৫০ জন বিদেশি ক্রিকেটার ইতোমধ্যেই নিবন্ধিত হয়েছেন।

দেশি খেলোয়াড়দের তালিকায়  আরও ৭-৮ জন নতুন যোগ হচ্ছেন। যোগ করলেন বিসিবি’র  এই মিডিয়া প্রধান।
 
তবে, বাদ পড়তে যাচ্ছেন অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। দেশী খেলোয়াড়দের প্রাথমিক তালিকায় ৯ জনের নাম থাকলেও সামনে সিরিজ ও বিশ্বকাপের মত আসর থাকাতে তারা এবারের বিপিএল খেলতে পারবেন না বলে জানান, জালাল ইউনুস।

বাংলাদেশ সময় ১৭৩৫ ঘন্টা, ১৭ অক্টোবর, ২০১৫
এইচএল/এমএমএস      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।