ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল-৩

এক দলে সর্বোচ্চ ২৫ ক্রিকেটার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এক দলে সর্বোচ্চ ২৫ ক্রিকেটার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে এক দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে বলে জানিয়েছেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউসুস। এছাড়া দেশি-বিদেশি মিলে তালিকায় আরও কয়েকজন ক্রিকেটার বাড়ছে বলেও জানান তিনি।


 
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বিসিবি কার্যালয়ে জালাল ইউনুস সাংবাদিকদের জানান, আরও ১৫-২০ জনের মতো ক্রিকেটার যুক্ত হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে, ইংল্যান্ড থেকে কিছু খেলোয়াড় আছে। নতুন কিছু নাম আসছে। তো ওদের নামগুলো যুক্ত করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি, ১৫০ বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন পূর্ণ করে ফেলেছে। দেশিয় ক্রিকেটার আরও ৮-৯ জন বেড়েছে। ’ 
 
দেশি ১২৩ জন ক্রিকেটারের তালিকায় আছেন অনূর্ধ্ব-১৯ দলের ৯ জন ক্রিকেটার। কিন্তু ওই সময় আন্তর্জাতিক সিরিজ থাকায় শেষ অবধি যুব ক্রিকেটারদের বিপিএলে রাখা হচ্ছে না বলে জানান জালাল ইউনুস, ‘দেশীয় ক্রিকেটারদের তালিকায় ৯ জন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ছিল। কিন্তু সামনে ওদের অনেকগুলো খেলা আছে। কিছু আন্তর্জাতিক সিরিজ খেলবে তারা। এজন্য ওরা সময় দিতে পারবে না। সামনে যেহেতু বিশ্বকাপও আছে, সবকিছু মিলিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের বিপিএলে রাখা হচ্ছে না। ’
 
দেশি-বিদেশি ক্রিকেটারদের পেতে আগামী ২৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অংশ নেবেন ৬টি ফ্র্যাঞ্চাইজি। এবারের নিলাম হবে প্লেয়ার’স বাই চয়েজ ভিত্তিতে। এই ফরম্যাট প্রসঙ্গে বিসিবি’র এই পরিচালক বলেন, ‘প্লেয়ার্স বাই চয়েজে যেটা থাকবে, এখানে যে এ, বি, সি, ডি ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির মধ্যে কেউ যার প্রথম নাম উঠে আসবে লটারীতে সে হয়তো ‘এ’ ক্যাটাগরি না নিয়ে যদি মনে করে পাস করে দেব তা পারবে। সে ‘বি’ ক্যাটাগরি থেকেও নিতে পারে। এই সবকিছু এখনও আলোচনার মধ্যে রয়েছে। আমরা এখন বসছি। কিছুদিনের মধ্যে এগুলো চূড়ান্ত করবো। ক্যাটাগরি অনুযায়ী খেলোয়াড় নিতে হবে এমন বাধ্যবাধকতা নাই। ’

গত সপ্তাহে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, বিসিবি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে বন্টন করা হবে ৬ আইকন ক্রিকেটারকে (সাকিব, তামিম, মুশফিক, মাশারাফি, নাসির, মাহমুদউল্লাহ)। কিন্ত জালাল ইউনুস জানালেন ভিন্ন তথ্য। ৬ জন আইকন খেলোয়াড় বন্টনেও হতে পারে লটারি। এমনই ইঙ্গিত দিয়েছেন জালাল ইউনুস, ‘আইকন নিয়ে এখনও কিছুই হয়নি। এটা লটারীর মাধ্যমেও হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।