ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নাফিস-সালমানের অর্ধশতকে এগোচ্ছে বরিশাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
নাফিস-সালমানের অর্ধশতকে এগোচ্ছে বরিশাল

ঢাকা: শাহরিয়ার নাফিস ও সালমান হোসেনের অর্ধশতকে সিলেটের বিপক্ষে ভালো অবস্থানে বরিশাল বিভাগ। প্রথম ইনিংসে ১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করা বরিশাল তুলেছে তিন উইকেটে ১৫১ রান।

ফলে দ্বিতীয় দিন শেষে ১৩৪ রানের লিড বরিশালের।

শাহরিয়ার নাফিস ৬৭ রান করে আউট হলেও ৭২ রানে অপরাজিত রয়েছেন সালমান হোসেন।

এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের প্রথম ইনিংসে করা ১৫৫ রানের জবাবে আগের দিনের এক উইকেট ৪৫ রান নিয়ে দ্বিতীয় দিনের সূচণা করে সিলেট।

তবে বেশিদূর এগোতে পারেনি দলটি। ১৭২ রানেই থেমে যায় তাদের প্রথম ইনিংস। রুমান আহমেদ করেন সর্বোচ্চ ৬৯ রান। বরিশালের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী ও গোলাম কবির।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।