ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিসিআই কার্যালয়ে শিবসেনার হামলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
বিসিসিআই কার্যালয়ে শিবসেনার হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে বৈঠকের আগেই বাধার সম্মুখীন হলেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর। আলোচনা বন্ধে তাকে এক প্রকার শাসিয়ে দেয় দেশটির উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা।

এমতাবস্থায়, শেষ পর্যন্ত আলোচনা সভাটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

পূর্ব নির্ধারিত আলোচনা সভাটি স্থগিত করা হলেও তা বাতিল করার খবর পাওয়া যায়নি। পিসিবি’র কর্তারা দেশে ফিরেছেন কিনা তাও নিশ্চিত নয়।

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এমনটিই জানা যায়। মুম্বাইয়ে অবস্থিত বিসিসিআই’র সদর দপ্তরে ৪০-৫০ জন শিবসেনা সদস্যদের বিক্ষোভ করার খবর পাওয়া গেছে। এ সময় তারা বোর্ড প্রেসিডেন্টকে ঘিরে পিসিবি ও পাকিস্তান বিরোধী স্লোগান দিতে থাকে।

সোমবার (১৯ অক্টোবর) দিল্লিতে পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের লক্ষ্যে দু’দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, শুরুর আগেই তা ভেস্তে গেল!

উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন বন্ধ রয়েছে। প্রয়াত জাগমোহন ডালমিয়া বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন ফের দু’দেশের ক্রিকেট সম্পর্ক জোড়া লাগার আভাস মেলে। কিন্তু, সীমান্তে গোলাগুলির জের ধরে দু’দেশের রাজনৈতিক সম্পর্ক তিক্ত হয়।

এর পরই সিরিজ আয়োজনে নতুন করে অনশ্চিয়তা দেখা দেয়। বিসিসিআই’র পক্ষ থেকে সারা না মিললেও সব সময়ই ইতিবাচক মনোভাব দেখিয়ে আসে পিসিবি। ডালমিয়ার মৃত্যুর পর নবনিযুক্ত বোর্ড প্রেসিডেন্ট মনোহর পাক বোর্ডের সঙ্গে আলোচনা করতে রাজি হন।

তারই ধারাবাহিকতায় রোববারের (১৮ অক্টোবর) ওয়ার্কিং কমিটির মিটিংয়ে পাক-ভারত সিরিজ ইস্যুতে আলোচনার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। শশাঙ্ক মনোহরের আমন্ত্রণেই ভারতে যায় পিসিবি চেয়ারম্যানসহ বোর্ড কর্তারা। কিন্তু শিবসেনার হস্তক্ষেপে সম্ভাব্য পাক-ভারত সিরিজ আবারো অনিশ্চয়তার মুখে পড়ল।

বিসিসিআই কার্যালয়ে শিব সেনাদের অবস্থানের ভিডিও



বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

** পাক-ভারত সিরিজ আয়োজনে নতুন মাত্রা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।