ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের হার

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলকে প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হলো। ৫০ ওভারের এ ফরম্যাটে আইরিন ভিলেজার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে চার উইকেটে হার মানে বাংলাদেশ।



প্রথমে ব্যাট করা টাইগার ‘এ’ দলের ২৭২ রানের জবাবে ৪৮ ওভার তিন বলে জয়ের বন্দরে পৌঁছে যায় স্থানীয় ক্লাবটি।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৭২ রান করে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ বলে ৬৮ রান করেন ওপেনার রনি তালুকদার। তবে অন্য ওপেনার সৌম্য সরকার দুই অঙ্কের ঘরে যেতে ব্যর্থ হন।

ওয়ান ডাউনে নামা লিটন কুমার দাশ ২৯ বলে ৩৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। তবে তিনি তার ইনিংসটি বড় করতে পারেন নি। অন্যদিকে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক শুভাগত হোম চৌধুরীও (৯ রান)।

এদিকে এক পর্যায়ে দলের স্কোর স্বল্প হওয়ার সম্ভাবনা জাগলেও শেষ দিকে মিথুন আলীর ৩৩, মাহামুদুল হাসানের ৪৩ ও সাদমান ইসলামে ৩৮ এর কল্যানে সম্মান জনক স্কোর গড়ে সফরকারীরা।

দ.আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দল তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচই আইরিন ভিলেজার্স ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।