ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ মিরপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ মিরপুরে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করায় আচমকাই হোঁচট খেয়েছিল বাংলাদেশের ক্রিকেট। ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেট না খেলতে পারার শঙ্কায় পড়েছিলেন মাশরাফি-মুশফিকরা।

তবে দ্রুতই সে সঙ্কট কেটে গেছে।

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ০২ নভেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
 
ওয়ানডে সিরিজ শুরুর আগে ০৫ নভেম্বর ফতু্ল্লায় একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল। মিরপুরে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ০৭ নভেম্বর। ০৯ ও ১১ নভেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।
 
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ নভেম্বর। পরদিনই (১৬ নভেম্বর) ঢাকা ছাড়বে অতিথী দলটি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।