ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরু হলো বিপিএলের লটারি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
শুরু হলো বিপিএলের লটারি ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রায় আড়াই বছর বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে জমজমাট এ আসর।



এর আগে, ২০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টটির।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হচ্ছে ‘প্লেয়ার বাই চয়েজ’।

অনেকটা লটারির মতো এ আয়োজন থেকে তালিকাভুক্ত খেলোয়াড়দের দলে নেবে ফ্রাঞ্চাইজিগুলো। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি আইকন খেলোয়াড়রাও রয়েছেন ‘লটারিতে’।

ছয় দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির এ আসর। এবারের আসরে অংশ নেওয়া দলগুলো হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস, চট্টগ্রাম ভাইকিংস, সিলেট সুপার স্টার, রংপুর রাইডার্স।

বিপিএলের তৃতীয় আসরে আগে থেকেই বাছাই করে নেওয়া হয় ‘আইকন’ ক্রিকেটারদের। ক্যাটাগরিভিত্তিক ক্রিকেটারদের বাইরে রেখে ‘আইকন’ হিসাবে ছয়টি ফ্রাঞ্চাইজি দলের জন্য ছয়জন দেশসেরা ক্রিকেটারের মধ্যে রয়েছেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৫/আপডেট: ১১৪৪ ঘণ্টা
এমআর/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।