ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আইকনদের জন্য অপেক্ষা, চলছে ‘প্লেয়ার্স বাই চয়েস’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আইকনদের জন্য অপেক্ষা, চলছে ‘প্লেয়ার্স বাই চয়েস’ ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। আগামী ২২ নভেম্বর শুরু হবে জমজমাট এ আসরটি।

এর আগে ২০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টটির।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশ ক’জন ক্যাটাগরি ভিত্তিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো। এখন পর্যন্ত ‘আইকন’ ক্রিকেটারদের লটারি হয়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ‘প্লেয়ার বাই চয়েজ’। অনেকটা লটারির মতো এ আয়োজন থেকে তালিকাভুক্ত খেলোয়াড়দের দলে নেবে ফ্রাঞ্চাইজিগুলো। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি আইকন খেলোয়াড়রাও রয়েছেন ‘লটারিতে’।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

ছয় দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির এই আসর। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস, চট্টগ্রাম ভাইকিংস, সিলেট সুপার স্টার, রংপুর রাইডার্স।

ক্যাটাগরি ভিত্তিক ক্রিকেটাররা যে দলে খেলবেনঃ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ লিটন কুমার দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, ড্যারেন স্টিভেন্স, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুয়ান কুলাসেকারা, আরিফুল হক, মাহমুদুল হাসান রিমন, আন্দ্রে রাসেল

ঢাকা ডাইনামাইটসঃ মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সোহাইল খান, মোহাম্মদ সৈকত আলি, শামসুর রহমান, ডেভিড মালান, পরহাদ রেজা, নাবিল সামাদ, সজীব হাসান

বরিশাল বুলসঃ সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, সেকুগে প্রসন্ন, শাহরিয়ার নাফিস, তাইজুল ইসলাম, মোহাম্মদ সামি, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরি, ইমাদ ওয়াসিম,

চট্টগ্রাম ভাইকিংসঃ এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, জীভান মেন্ডিস, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, সাইদ আজমল, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলি চোধুরি, রবিন পিটারসেন

সিলেট সুপার স্টারঃ রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, ক্রিস জর্ডান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, জোস কব, নাজমুল হোসেন অপু, জুনায়েদ সিদ্দিকী, সোহেল তানভীর,

রংপুর রাইডার্সঃ সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, সাচিত্রা সেনানায়েকে, সাকলাইন সজীব, মুক্তার আলি, মোহাম্মদ নবী, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, ওয়াহাব রিয়াজ

বিপিএলের তৃতীয় আসরে আগে থেকেই বাছাই করে নেওয়া হয় ‘আইকন’ ক্রিকেটারদের। ক্যাটাগরি ভিত্তিক ক্রিকেটারদের বাইরে রেখে ‘আইকন’ হিসেবে ছয়টি ফ্রাঞ্চাইজি দলের জন্য ছয়জন দেশসেরা ক্রিকেটারের মধ্যে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাসির হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৫
এমআর

** ক্যাটাগরি ভিত্তিক ক্রিকেটারদের দল
** ক্যাটাগরি ‘এ’র ক্রিকেটারদের দল
** শুরু হলো বিপিএলের লটারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।