ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে দিলশান-বিতর্ক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বিপিএলে দিলশান-বিতর্ক ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) তৃতীয় আসরের জন্য লটারির মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেটার বন্টন করেছে বিসিবি। তবে ৭০ হাজার ডলারের চেয়ে দামি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিরা নিজেরা চুক্তি করতে পারবেন-এমন স্বাধীনতা দেয় বিপিএল গর্ভনিং কাউন্সিল।



তবে শ্রীলঙ্কার তিলেকারাত্নে দিলশান কোন দলের সঙ্গে চুক্তি করেছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম ভাইকিংস ও রংপুর রাইডার্স-উভয়েরই দাবি, তাদের সঙ্গে চুক্তি করেছেন দিলশাল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের লটারি সম্পন্ন হওয়ার পর ভাইকিংসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: আবুদল কাদের সাংবাদিকদের বলেন, ‘দিলশানের ব্যাপারে বলছি, আমি তাকে কনফার্ম করেছি। তারিখটা ঠিক বলতে পারছি না। তবে ১০ তারিখের আগেই দিলশানকে পেমেন্ট কিরে দিয়েছি। সাইন হয়েছে ১০ তারিখের আগেই। আরেকটা দল দিলশানকে দাবি করছে। এখন বিসিবি ডিসিশন নেবে ওনারা কি করবে। তবে চুক্তির কাগজ পত্র বিসিবি’র কাছে দেওয়া হয়েছে।
 
অন্যদিকে, রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা রফিকুল ইসলাম জানান, ‘রংপুরের সঙ্গে দিলশানের চুক্তি হয়েছে। চুক্তির কাগজ দেখে তারিখটা বলতে পারবো। মনে হয় তিন দিন আগে। বিপিএল গভর্নিং কাউন্সিল এটা দেখবে। যেটা আইনসঙ্গত হবে সেটাই আমরা মেনে নেব। ’

এদিকে দু’টি দলই তাদের দল নিয়ে সন্তুষ্ট। আইকন খেলোয়াড়ও তাদের পছন্দসই হয়েছে। রংপুর রাইডার্সের আইকন হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চট্টগ্রামের আইকন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার  তামিম ইকবাল।

বিদেশি ক্রিকেটার হিসেবে রংপুরের হয়ে খেলবেন ল্যান্ডল সিমন্স, ড্যারেন স্যামি ও থিসারা পেরেরা।

চট্টগ্রামে আছেন ওমর আকমল, মোহাম্মদ আমির, এলটন চিগুম্বুরা ও কাপুগেদারা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।