ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জুবায়েরের ব্যাপারে বিসিবি সুপারিশ করবে না

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
জুবায়েরের ব্যাপারে বিসিবি সুপারিশ করবে না ছবি: সংগৃহীত

ঢাকা: বিপিএলের প্লেয়ার বাই চয়েসের দিন বাদ পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রতিশ্রুতিশীল লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। ছয় ছয়টি ফ্র্যাঞ্চাইজির কেউই একবারও তার নামটি উচ্চারণ করলেননা।

ফলে বিপিএলের তৃতীয় আসরে তার খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জুবায়েরের খেলার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের কাছে বিসিবি’র কিছুই বলার নেই এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার একমাত্র এখতিয়ার ফ্র্যাঞ্চাইজি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর স্থানীয় একটি হোটেলে বিপিএলের প্লেয়ার বাই চয়েস শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
 
পাপন আরও বলেন, ‘প্লেয়ার বাই চয়েসের দিন যারা দল পেল না, সেসব প্লেয়ারের নাম আগামি ৭ দিনের মধ্যে জমা দিতে হবে। তবে, পরে কিনলেও তাদের ক্ষেত্রে দাম কমানোর কোন সুযোগ নেই। কারণ, তাদের দাম ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। তবে, প্লেয়াররা কম দামে কোন দলে যোগ দিয়ে যদি বলেন, সঠিক পাওনা পেয়েছেন, তবে কিছুই বলার নেই। ’
 
এদিকে, তিলেকারাত্নে দিলশানকে দলে পাওয়া নিয়ে চট্টগ্রাম ভাইকিংস ও রংপুর রাইডার্সের মধ্যে যে সমস্যার উদ্ভব হয়েছে, তা সঠিকভাবে যাচাই করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রয়োজনে তারা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে খুব শিগগিররই উদ্ভুত সমস্যার সমাধান করবে, বলেন পাপন।
 
সবশেষে এবারের বিপিএলে প্লেয়ারদের পাওনা পরিশোধ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘প্রতিটি দলই প্লেয়ারদের পাওনা পরিশোধ করবে। তবে, যদি কোনো ফ্র্যাঞ্চাইজি না করে সেই ক্ষেত্রে বিসিবি তাদের পাওনা টাকা পাইয়ে দিতে পদক্ষেপ নেবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘন্টা, ২২ অক্টোবর, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।