ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ যুবাদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বাংলাদেশ যুবাদের সিরিজ জয়

ঢাকা: কলকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে চারটি তিনদিনের ম্যাচের সিরিজ জিতল বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দু’দলের মধ্যকার চতুর্থ ও শেষ ম্যাচটি ড্র হয়।

এ নিয়ে চার ম্যাচের মধ্যে তিনটিই ড্রয়ের মুখ দেখল।

স্কোর: বিসিবি অ-১৭ – ৩৫৭/৬ ডিক্লে. ও ২১৫/১
সিএবি অ-১৭ – ২৭৩/৯ ডিক্লে.

দ্বিতীয় ম্যাচে সিএবি অ-১৭ দলকে ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৭ দল। ওই ম্যাচটিই স্বাগতিকদের সিরিজ জয়ের ভিত গড়ে দেয়। প্রথম ও তৃতীয় ম্যাচের পর চতুর্থ ম্যাচটিও ড্র হওয়ায় ১-০ ব্যবধানেই টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হলো। অন্যদিকে, সফরকারীদের সমতায় ফেরার লক্ষ্যটাও ভেস্তে গেল।

আগের দিনের করা ছয় উইকেটে ১৫৮ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামে সিএবি অ-১৭ দল। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহে তারা প্রথম ইনিংস ঘোষণা করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করে রান আউটের ফাঁদে পড়েন ওপেনার শায়ান বিশ্বাস। শার্নিক ব্যানার্জির ব্যাট থেকে আসে ৩৮ রান। শেষদিকে ত্রিব্রিত রয় ৭২ রানে অপরাজিত থাকেন।

বিসিবি অ-১৭ দলের হয়ে তিনটি উইকেট লাভ করেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আরেক পেসার শরীফ ইসলাম নেন দুই উইকেট। এছাড়াও শাহাদাত হৃদয়, ইশহাক আলী ও শামীম পাটোয়ারী একটি করে উইকেট নেন।

পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ১৭২ রান তোলে বাংলাদেশের যুবারা। দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন ওপেনার সজীবুল ইসলাম (৭৭)। দিনের খেলা শেষ হওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৪৫ ওভারে এক উইকেট হারিয়ে ২১৫ রান। মাহমুদুল হাসানকে (১৩*) সঙ্গে নিয়ে ১১৩ রানে অপরাজিত থাকেন রাতুল খান।

এর আগে অধিনায়ক আমিনুল ইসলামের (১২৯) সেঞ্চুরি ও মাহমুদুল ইসলামের ৮১ রানে ভর করে ছয় উইকেটে ৩৫৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।