ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের ভারত বিশ্বকাপ বর্জনের হুমকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
পাকিস্তানের ভারত বিশ্বকাপ বর্জনের হুমকি ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তা ইস্যুতে আগামী বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে পাকিস্তান ক্রিকেট। এছাড়া চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে ভারত দ্বি-পক্ষীয় সিরিজ খেলতে অনিচ্ছা প্রকাশ করায় বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে পিসিবি।



কিছুদিন আগে ভারতের হিন্দুবাদি রাজনৈতিক দল শিব সেনা মুম্বাইয়ে বিসিসিআই‘র প্রধান কার্যালয়ে হামলা চালায়। যেখানে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান দ্বি-পক্ষিয় সিরিজের ব্যাপারে আলোচনায় বসেছিলেন। অন্যদিকে ভারত-দক্ষিণ আফ্রিকা চলমান সিরিজে পাকিস্তানি আম্পায়ার আলিমদারকে নিরাপত্তার অভাবে সরিয়ে নিয়েছে আইসিসি।

শাহরিয়ার খান এ ব্যাপারে জানান, টি-২০ বিশ্বকাপে তার দলের নিরাপত্তা অভাব রয়েছে। যেখানে মুম্বাই ছাড়াও দেশটির আটটি শহরে পুরো আসর অনুষ্ঠিত হবে।

শাহরিয়ার বলেন, ‘সেখানকার পরিস্থিতি খারাপ। শিব সেনারা নিজেদের আধিপত্য দেখাচ্ছে। সুতরাং আমি বলতে পারি এ অবস্থায় সেখানে যাওয়াটা আমাদের জন্য খুবই কঠিন। ’

তিনি আরো বলেন, ‘আমাদের সরকার অবশ্যই বলবে, সেখানে যেওনা। কারণ স্বাভাবিক ভাবেই সেখানকার পরিস্থিতি এখন খুবই নাজুক। ’

এদিকে শাহরিয়ার আশা প্রকাশ করেন, ভারত তাদের মত বদলে আমিরাতে সিরিজ খেলবে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।