ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সর্বোচ্চ শতকের তালিকায় যৌথভাবে দ্বিতীয় নাঈম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
সর্বোচ্চ শতকের তালিকায় যৌথভাবে দ্বিতীয় নাঈম ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে শীর্ষস্থানটি ধরে রেখেছেন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ আশরাফুল এবং তুষার ইমরান। তাদের পরেই জায়গা করে নিলেন গাইবান্ধার ব্যাটসম্যান নাঈম ইসলাম।

জাতীয় দলের বাইরে থাকা এ অলরাউন্ডার যৌথভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ শতকের তালিকায় দ্বিতীয়।

১৭তম জাতীয় ক্রিকেট লিগের চলমান আসরে রংপুর বিভাগের হয়ে খেলছেন নাঈম। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে পঞ্চম রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন শতক হাঁকান তিনি। ১০০ রান করে আউট হন এ অলরাউন্ডার।

প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ১৮টি করে শতক নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন আশরাফুল ও তুষার ইমরান। বাংলাদেশের হয়ে ১৭৭টি ওয়ানডে খেলা আশরাফুল প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১৩৩টি ম্যাচ। তার ১৮টি শতকের পাশাপাশি রয়েছে ২৮টি অর্ধশতক। দেশের জার্সি গায়ে ৪১টি ওয়ানডে খেলা তুষার ইমরান প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১২৬টি ম্যাচ। যেখানে তার ১৮টি শতকের পাশাপাশি রয়েছে ৪২টি অর্ধশতক।

নাঈম ইসলাম বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন ৫৯টি। প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে নেমেছেন ৯৫টি ম্যাচে। ১৭টি শতকের পাশে তার রয়েছে ২৭টি অর্ধশতক। নাঈমের সঙ্গে যৌথভাবে ১৭টি শতক হাঁকিয়েছেন রাজিন সালেহ। যদিও রাজিনের ১৭টি সেঞ্চুরি করতে লেগেছিল ১২৪ ম্যাচ। সেখানে নাঈমের লেগেছে ৯৫ ম্যাচ। আর ১৬টি শতক রয়েছে মেহরাব হোসেন জুনিয়রের।

ঢাকা বিভাগের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে বিদায় নেন নাঈম। এর আগে ৩৯৪ মিনিট ব্যাটিং ক্রিজে থেকে ২৯৯ বল মোকাবেলা করেন তিনি। ঢাকা বিভাগের দেওয়ান সাব্বিরের বলে উইকেটের পেছনে দাঁড়ানো সগীর হোসেনের তালুবন্দি হওয়ার আগে তার ইনিংসে ছিল ১২টি বাউণ্ডারি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।