ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ দিন নাটকের অপেক্ষায় পি সারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
শেষ দিন নাটকের অপেক্ষায় পি সারা ছবি: সংগৃহীত

ঢাকা: কলম্বোর পি সারা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন একটানা ভারী বর্ষণের কারণে কোনো বল মাঠে গড়ায়নি। জয়ের জন্য ম্যাচের পঞ্চম ও শেষ দিন ক্যারিবীয়দের দরকার ২২৪ রান, শ্রীলঙ্কার প্রয়োজন ৯ উইকেট।



এ ম্যাচের মধ্য দিয়ে সাদা পোশাকে মাত্র ২৪তম ম্যাচ খেলতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। বল হাতে এর আগে মাত্র একটি উইকেট পাওয়া ক্যারিবীয় এ ওপেনারের বোলিং ঘূর্ণিতে বড় লিড নিতে ব্যর্থ হয় লঙ্কানরা। একাই ছয়টি উইকেট দখল করেন ব্রাথওয়েট।

হাতে ৯ উইকেট নিয়ে শেষ দিন ব্যাটিংয়ে নামবে সফরকারীরা। তৃতীয় দিন শেষে ব্রাথওয়েটের উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংসে তুলেছে ২০ রান।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হওয়ার আগে ২০০ রান সংগ্রহ করে। জবাবে নিজেদের লিড নিতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামলেও ব্রাথওয়েটের বোলিং চমকে মাত্র ২০৬ রানে ইনিংস শেষ করতে পারে স্বাগতিকরা। ফলে, ক্যারিবীয়দের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৪৪ রান।

প্রথম ইনিংসে শ্রীবর্ধানের ৬৮, চান্দিমালের ২৫, রঙ্গনা হেরাথের অপরাজিত ২৬ রানের উপর ভর করে ২০০ রানেই গুটিয়ে যায় অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। ৬৬ ওভারে লঙ্কানদের গুটিয়ে দিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন জোমেল ওয়ারিকান। এছাড়া দু’টি করে উইকেট পান জেরম টেইলর এবং জ্যাসন হোল্ডার।

নিজেদের প্রথম ইনিংসে লিড তুলে নেওয়ার দারুণ সুযোগ থাকলেও ব্যর্থ হয় ক্যারিবীয়রা। ৬৪.২ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট করেন সর্বোচ্চ ৪৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে দলপতি জ্যাসন হোল্ডারের ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে চারটি উইকেট দখল করেন ধাম্মিকা প্রসাদ। এছাড়া দিলরুয়ান পেরেরা ৩টি, শ্রীবর্ধানে ২টি উইকেট তুলে নেন।

দ্বিতীয় দিনের দুই উইকেট হারিয়ে ৭৬ রান তোলা স্বাগতিকরা ব্রাথওয়েটের অফব্রেকে দিশেহারা হয়ে ২০৬ রানেই অলআউট হয়। ওপেনার করুনারত্নে শূন্যহাতে ফিরলেও আরেক ওপেনার কুশল সিলভা করেন ৩২ রান। কুশল মেন্ডিস দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামা চান্দিমাল করেন ১২ রান।

লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪৬, শ্রীবর্ধানে ৪২ আর রঙ্গনা হেরাথ ১৮ রান করলে দুইশো’র কোটা পেরোয় শ্রীলঙ্কা। ব্রাথওয়েটের বোলিং তোপে ছয় লঙ্কান ব্যাটসম্যান ফেরেন। দুটি করে উইকেট নেন টেইলর এবং ওয়ারিকান।

৯ ওভার ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে ২০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাথওয়েট ৩ রানে ফিরলেও আরেক ওপেনার শাই হোপ ১৭ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।