ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন শতকে প্রোটিয়াদের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
তিন শতকে প্রোটিয়াদের রানের পাহাড় ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ শেষে ২-২ এ সমতা থাকা স্বাগতিক ভারত আর সফরকারী দক্ষিণ আফ্রিকা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পঞ্চম ওয়ানডেতে মাঠে নেমেছে। ‘ফাইনাল’ আবহে শেষ ওয়ানডেতে টিম ইন্ডিয়াকে সিরিজ জিততে ৪৩৯ রানের বিশাল টার্গেট দিয়েছে প্রোটিয়ারা।



আর মাত্র দুটি রান করতে পারলেই নিজেদের দলগত সর্বোচ্চ রান টপকে যেতে পারতো প্রোটিয়ারা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩৯ রান করেছিল দ. আফ্রিকা।

টস জিতে আগে ব্যাটিং করা দ. আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ‍৪ উইকেট হারিয়ে ৪৩৮ রান সংগ্রহ করে। দলের হয়ে শতক হাঁকান ওপেনার কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস এবং এবিডি ভিলিয়ার্স। তিন অঙ্কের ঘর টপকে যান ভারতের ভুবনেশ্বর কুমারও।

দলীয় ৩৩ রানের মাথায় প্রোটিয়া ওপেনার হাশিম আমলা মোহিত শর্মার বলে উইকেটের পেছনে থাকা মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দি হয়ে ফেরেন। আউট হওয়ার আগে ওয়ানডেতে দ্রুততম ছয় হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। ১৩ বলে ২৩ রান করে বিদায় নেন আমলা। তবে, আরেক ওপেনার ডি কক ফেরার আগে খেলেন ১০৯ রানের ইনিংস। মাত্র ৮৭ বল মোকাবেলা করে ডি কক তার ইনিংস সাজান ১৭টি চার আর একটি ছক্কায়। ফাফ ডু প্লেসিসের সঙ্গে ১৫৪ রানের জুটি গড়েন ডি কক।

তিন নম্বরে নামা প্লেসিস রিটায়ার্ড হার্ট হওয়ার আগে খেলেন ১৩৩ রানের অনবদ্য ইনিংস। ১১৫ বল মোকাবেলা করে ৯টি চারের পাশাপাশি তিনি ৬টি ছক্কা হাঁকান। মাঠ ছাড়ার আগে এবিডি ভিলিয়ার্সের সঙ্গে স্কোরবোর্ডে আরও ১৬৪ রান যোগ করেন প্লেসিস।

প্রোটিয়া দলপতি গত ম্যাচের পর এ ম্যাচেও সেঞ্চুরি করেছেন। তার আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে টিম ইন্ডিয়ার বোলাররা। মাত্র ৬১ বল খেলে ভিলিয়ার্স তিনটি বাউণ্ডারি হাঁকান। তার ১১৯ রানের ইনিংসে ওভার বাউণ্ডারি ছিল ১১টি। এছাড়া ডেভিড মিলার ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

এ ম্যাচে শতক এসেছে আরও একটি। ভারতের বোলার ভুবনেশ্বর কুমার ১০ ওভার বল করে একটি উইকেট নিতে খরচ করেন ১০৬ রান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।