ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বল টেম্পারিংয়ের অভিযোগে ওহাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বল টেম্পারিংয়ের অভিযোগে ওহাব ছবি : সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে চলমান দুবাই টেস্টে পাকিস্তানি পেসার ওহাব রিয়াজের ওপর ‘বল টেম্পারিংয়ে’র অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) ম্যাচের চতুর্থ দিন শেষে ইংলিশ ব্যাটসম্যান জো রুট এই অভিযোগ দেন বলে জানান, দলটির এক মুখপাত্র।



দুবাইয়ে ইংল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বোলিং করার সময় এমন অভিযোগ উঠলো বাঁহাতি বোলার ওহাবের ওপর। যেখানে ইংলিশরা বিশাল টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।

এদিকে এখন পর্যন্ত ম্যাচ রেফারি অথবা ম্যাচে কর্তব্যরত কোন কর্মকর্তার ওহাবকে কোন ধরনের জিজ্ঞাসাবাদ করেনি। পাশাপাশি পাকিস্তান দলের কোন ব্যক্তিও এ ব্যাপারে কিছু জানায়নি।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ধ্বস নামান ওহাব। যেখানে দুর্দান্ত বোলিং করে তিনি তুলে নেন চারটি মূল্যবান উইকেট। যার ফলে শেষ দিনে চালকের আসনে রয়েছে পাকিস্তান।

এর আগে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট ম্যাচে পাকিস্তানি বোলার উমর গুলের বিরদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল। ক্রিকেটে ১২৯ বছরের ইতিহাসে সেটিই ছিল বল টেম্পারিংয়ের প্রথম ঘটনা।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্ট, ২৬ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।