ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ডি ভিলিয়ার্সের অশ্বিন স্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ডি ভিলিয়ার্সের অশ্বিন স্তুতি

ঢাকা: রবিচন্দ্রন অশ্বিনের অভাবটা ভারতকে বেশ ভালোই ভুগিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে ছিটকে যান ২৯ বছর বয়সী এ স্পিনার।

৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর এক প্রতিক্রিয়ায় অশ্বিনের ভূয়সী প্রশংসা করেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া অধিনায়কের মতে, ওডিআই সিরিজে অশ্বিনকে অনেক মিস করেছে টিম ইন্ডিয়া।

রোববার (২৫ অক্টোবর) সিরিজ নির্ধারণী ম্যাচে ২১৪ রানের ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডোবে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস ও ডি ভিলিয়ার্সের শতকে রানের পাহাড় গড়ে সফরকারীরা। ৪৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভার বাকি থাকতেই ২২৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

ভিলিয়ার্স বলেন, ‘অশ্বিনকে যে ওয়ানডে সিরিজে ভারত মিস করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সে একজন চ্যাম্পিয়ন বোলার। ভারতের বোলিং লাইনআপে তার উপস্থিতি অপরিহার্য। কিন্তু, ম্যাচ চলাকালীন সময়ে খেলোয়াড়দের ইনজুরি আক্রান্ত হওয়াটা স্বাভাবিক। আমরা যেমন মরনে মরকেলকে মিস করেছি। ’

এদিকে, টি-টোয়েন্টি, ওয়ানডের পর এবার টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল। মোহালিতে আগামী ৫ নভেম্বর চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।