ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের নতুন লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আইপিএলের নতুন লোগো উন্মোচন ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী মৌসুমের জন্য নতুন লোগো উন্মোচন করা হয়েছে। আর এবার টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে প্রধান স্পন্সর হিসেবে দায়িত্ব পেল ‘ভিভো’।



সোমবার (২৬ অক্টোবর) বিসিসিআই এক ঘোষণার মাধ্যমে ভিভোকে আইপিএলের সহযোগী হিসেবে জানান দেয়। আর স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো নিজেদের আইপিএলে টাইটেল স্পন্সরশীপ হিসেবে নিশ্চি করে।

২০১৬ ও ২০১৭ আইপিএল মৌসুমে ভিভো আইপিএলের সঙ্গে স্পোর্টস ইভেন্টস, মাঠের দায়িত্ব ও মার্কেটিং প্রচারণায় কাজ করবে।

এর আগে ‍আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে কাজ করেছিল ‘পেপসি’। তবে গত মৌসুমে কয়েক দফা ফিক্সিং কেলেঙ্কারির ঘটনার পর নিজেদের সরিয়ে নেয় পেপসি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।