ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমরুল কায়েসের ১২তম অর্ধশতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ইমরুল কায়েসের ১২তম অর্ধশতক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাকিবের অনুপস্থিতি সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ফিফটি তুলে নিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।

প্রথম ম্যাচে অনবদ্য ৭৬ রানের পর দ্বিতীয় ম্যাচে আরও মারকুটে ব্যাটিংয়ে অর্ধশতক পূর্ণ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।



বুধবার (১১ নভেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ইনিংস উদ্বোধন করতে নামেন দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ইনিংসের শুরু থেকে একপ্রান্তে তামিম সতর্কভাবে খেললেও ক্রিজের অপরপ্রান্তে সাবলীল ভঙ্গিতে ব্যাট চালিয়ে ক্যারিয়ারের ১২তম অর্ধশতক তুলে নেন ইমরুল।

৩টি ছক্কা ও ৪টি চারের মারে ৭৬টি বল মোকাবেলা করে অর্ধশতক হাঁকান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমজেএফ/

** তামিমের ৩২তম অর্ধশতক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।