ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

স্বরূপে ফিরলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
স্বরূপে ফিরলেন মাহমুদুল্লাহ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্দান্ত এক অর্ধশতক হারিয়ে স্বরূপে ফিরেছেন ‍বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মের পর যেন কিছুটা খেই হারিয়ে ফেলেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।



বুধবার (১১ নভেম্বর) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক হাঁকিয়ে রিয়াদ যেন ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন।

মাত্র ৩৮ বলে অর্ধশতক পূর্ণ করেন রিয়াদ। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৫টি চার ও একটি ছক্কার মারে ৪০ বল খেলে সংগ্রহ করেন ৫২ রান।

মাহমুদুল্লাহ এবং দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল-তামিমের অর্ধশতকের ওপর ভর করে ৫০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৯ উইকেটে ২৭৬ রান।

এ ম্যাচে জয় পেলে জিম্বাবুয়েকে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশের কৃতিত্ব গড়বে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।