ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারো শচীনদের হারাল ওয়ার্নরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আবারো শচীনদের হারাল ওয়ার্নরা ছবি: সংগৃহীত

ঢাকা: অবসরপ্রাপ্ত তারকা নিয়ে অনুষ্ঠিত ‘অল স্টার’ ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারল শচীন ব্ল্যাস্টার্স। আর এরই সঙ্গে তিন ম্যাচ সিরিজে ২-০তে লিড নিয়ে সিরিজ নিশ্চিত করলো ওয়ার্ন ওয়াসিওর্স।

ওয়ারিওর্সের করা ২৬২ রানের বিশাল সংগ্রহের পর ২০৫ রানে শেষ হয় ব্ল্যাস্টার্সের ইনিংস। ৫৭ রানে হার মানে শচীনরা।

হাউসটনের মিনুটি মিড পার্কে বড় টার্গেটে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার শন পোলকের সর্বোচ্চ ৫৫ রানে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ২০৫ রান তোলে শচীনরা। এছাড়া অধিনায়ক শচীন টেন্ডুলকারের ব্যাট থেকে আসে ৩৩ রান।

 শেন ওয়ার্নারের দলের বোলারদের মধ্যে চার ওভারে ৭০ রান দিয়ে চারটি উইকেট পান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সায়মন্ডস। তবে তিন ওভারে মাত্র ১২ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন পাকিস্তানি স্পিন কিংবদন্তি সাকলাইন মুশতাক।

এরআগে টসে হেরে কুমার সাঙ্গাকারার ৭০ রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে বড় সংগ্রহ পায় ওয়ারিওর্স। ওয়ার্নের দলের হয়ে সবার ব্যাট থেকেই দুই অঙ্কের রানের ছোঁয়া পাওয়া যায়। ৪৫ রান করেন দ.আফ্রিকান কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

৪১ রান আসে অজি সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ে ব্যাট থেকে। ৩০ রান করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন আর ৩২ রান করেন অজি সাবেক ওপেনার ম্যাথিউ হেইডেন। ব্ল্যাস্টার্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান প্রোটিয়ার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। ম্যাচ সেরা নির্বাচিত হন লঙ্কান গ্রেট সাঙ্গাকারা

শচীন ও ওয়ার্নার উদ্দ্যেগে বিশ্বব্যাপি ক্রিকেট ছড়িয়ে দিতে আয়োজন করা হয় অল স্টার ক্রিকেট সিরিজ। এ সিরিজের সবকটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় ও শেষ ম্যাচটি ১৪ নভেম্বর লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।