ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টেইনের পর ফিল্যান্ডারও অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
স্টেইনের পর ফিল্যান্ডারও অনিশ্চিত ছবি : সংগৃহীত

ঢাকা: অনুশীলনে বাঁ পায়ে চোট পেয়ে ব্যাঙ্গালুরু টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ভারনন ফিল্যান্ডার। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে সতীর্থ ডিন এলগারের সঙ্গে পাঁয়ে আঘাত লাগায় মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে।



এ প্রসঙ্গে দলের ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘এটা একটি খামখেয়ালি ঘটনা ছিল। তবে ফিল্যান্ডার খুবই দুর্ভাগা। এটা হয়ত কিছু না হতে পারে। আবার বড় কিছুও হতে পারে। ’

এদিকে ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্টে দ্বিতীয়টিতে (ব্যাঙ্গালুরু) দলের সেরা পেসার ডেল স্টেইনও অনিশ্চিত। পেশীর ইনজুরিতে ভোগা এ তারকা বৃহস্পতিবার (১২ নভেম্বর) শেষবারের মতো নিজের ফিটনেস পরিক্ষা দেবেন। এ দু’জন ইনজুরিতে পড়লে প্রোটিয়াদের বাকি পেসারদের মধ্যে থাকবে মরনের মরকেল ও কাগিসো রাবাদা।

ডানহাতি পেসার ফিল্যান্ডার মোহালি টেস্টে ২৭ ওভার বল করে তিনটি উইকেট পেয়েছিলেন। সে ম্যাচে দ.আফ্রিকা দিনেই টেস্টটি হেরে বসে। সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।