ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব থাকলে বিশ্রাম নিতেন মাশরাফি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
সাকিব থাকলে বিশ্রাম নিতেন মাশরাফি ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সহকারী অধিনায়ক  সাকিব আল হাসান না থাকায় শরীরে ডেঙ্গুর ক্লান্তি থাকলেও চলতি সিরিজ থেকে বিশ্রামে যেতে পারছেননা টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।   বৃহস্পতিবার (১২ নভেম্বর) টিম হোটেলে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন নড়াইল এক্সপ্রেস।

 
 
মাশরাফির মত প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ের পক্ষেই এটা সম্ভব। সব কিছুর আগে যিনি ভাবেন দলকে নিয়ে। না ভেবেই বা কী করবেন! লাল-সবুজের পতাকাবাহীদের দলপতি তিনি। দল এবং দেশ দুটিই তাঁর কাছে সমান গুরুত্ব পায়। দল জিতলে দেশ গৌরবে মাথা উঁচু করে দাঁড়ায়। তাই চাইলেও হয়তো পারেননা এতটুকু বিশ্রাম নিতে। নিজের শরীরকে একটু আরাম দিতে। পারতেন যদি দলে থাকতেন সহকারী সাকিব আল হাসান!

সাকিব থাকলে হয়তো তাঁর হাতে দায়িত্ব দিয়ে একটু বিশ্রাম নিতে পারতেন মাশরাফি, ‘সাকিব থাকলে আমি বিশ্রাম নিতে পারতাম। যেহেতু সে নেই তাই বিশ্রাম নেয়া সম্ভব না’। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলে গেল ৮ নভেম্বর রাতে যুক্তরাষ্টের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব।

এরপর দিন বাংলাদেশ সময় ভোর চারটায় তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল জুড়ে আসে কন্যা সন্তান। স্ত্রীর পাশে থাকতেই বোর্ডের অনুমতিক্রমে দেশ ছাড়েন সাকিব।

তাই দলের পুরো দায়িত্বটা একাই দেখতে হচ্ছে মাশরাফিকে।
 
তবে, শরীর দুর্বল থাকলেও প্রতিপক্ষের সামনে মাশরাফি যে মূর্তমান আতঙ্ক সেটা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাঁর বোলিং পরিসংখ্যানই বলে দেয়। শরীরের এমন অবস্থা নিয়েই চলতি সিরিজে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ ওভার বল করে দু’টি, দ্বিতীয়টিতে ৯ ওভারে ১টি আর তৃতীয় ওয়ানডেতেও সমান সংখ্যক ওভার বোলিংয়ের বিনিময়ে নেন আরও ১টি উ‌ইকেট।

বাংলাদেশ সময় ২০১১ ঘন্টা, ১২ নভেম্বর, ২০১৫
এইচএল/অারএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।