ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

যুবি-হ্যাজেলের বাগদান সম্পন্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
যুবি-হ্যাজেলের বাগদান সম্পন্ন ছবি: সংগৃহীত

ঢাকা: কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং আর প্রেমিকা হ্যাজেল কেচকে নিয়ে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জন সত্যি করে বিয়ের প্রথম পর্বটা শেষ করেছেন যুবি।

প্রেমিকা হ্যাজেল কেচের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন তিনি।

২০১১ সালের বিশ্বকাপ হিরো যুবরাজ ব্রিটিশ বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী হ্যাজেল কেচের বাগদান লোকচক্ষুর আড়ালে বালিতে অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে যুবরাজের।

যুবির ম্যানেজার আনিস গৌতম বিষয়টি নিশ্চিত করেছেন।

গৌতম জানান, ‘হ্যাঁ, যুবরাজ এবং হ্যাজেলের বাগদান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে যুবির আপনজন থেকে অল্প কিছু মানুষ উপস্থিত ছিলেন। সে মুহূর্তে তার মা মুম্বাইয়ে থাকায় বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। বাগদানের পর পরই (বুধবার) যুবি মুম্বাইয়ের বিমান ধরেন। এরপর সেখান থেকে একটি ম্যাচ খেলার জন্য শুক্রবার সকালে বারোদায় পৌঁছেন। ’

সদ্য বিবাহিত টিম ইন্ডিয়ার আরেক তারকা হরভজন সিং আর বলিউড অভিনেত্রী গীতা বসরার রিসেপশনে দিল্লিতে হ্যাজেল ও যুবরাজকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই ৩৩ বছর বয়সী যুবরাজ আর ২৮ বছর বয়সী হ্যাজেলের বিয়ের খবরটি আলোচনায় আসে। হরজনের সঙ্গে টুইটার কথোপকথনে যুবি জানিয়েছিলেন, ‘আমিও তোমার রাস্তায় হাঁটছি। ’

হ্যাজেল কেচ বিগ বসের সাবেক প্রতিযোগী ছিলেন। বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘বডিগার্ড’ ছবিতে কারিনা কাপুরের বান্ধবী আর সালমান খানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।