ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

চিটাগংয়ের কোচ হয়ে আসছেন আকিব জাভেদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
চিটাগংয়ের কোচ হয়ে আসছেন আকিব জাভেদ আকিব জাভেদ

ঢাকা: রবিন সিং নয়; বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চিটাগং ভাইকিংসের হেড কোচ হিসেবে যোগ দিচ্ছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। ১৭ নভেম্বর তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

১২ নভেম্বর থেকে বিকেএসপিতে শুরু হয়েছে চিটাগং ভাইকিংসের অনুশীলন ক্যাম্প।

চিটাগং ভাইকিংসের কোচ হিসেবে প্রথম পছন্দ ছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার রবিন সিং। উভয়পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতা হলেও রবিন সিং জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি দলটির দায়িত্ব নিতে পারছেন না।

দলীয় সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিন সিং না আসতে অপারগতা প্রকাশ করেছেন। এ জন্য ফ্র্যাঞ্চাইজি মালিক, খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সেই সঙ্গে দলটির প্রতি শুভকামনাও জানিয়েছেন।

রবিন সিংকে না পেয়ে হেড কোচ হিসেবে আকিব জাভেদকে বেছে নিয়েছে দলটি। আকিব বর্তমানে আইসিসি’র সহযোগি দেশ আরব আমিরাতের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।