ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে অভিষেক জুবায়েরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
টি-টোয়েন্টিতে অভিষেক জুবায়েরের ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৪ সালে টেস্ট দলে যোগদানের মাধ্যমে টাইগার জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হন লেগ স্পিনার জুবায়ের হোসেন। একই বছর ওডিআই ফরমেটে অভিষেক হলেও অবশিষ্ট ছিল ক্রিকেটের সবশেষ ফরমেট।



তবে শুক্রবার (১৩ নভেম্বর) সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হলো জুবায়েরের। এর মাধ্যমে ক্রিকেটের তিন ফরমেটেই নাম লেখালেন তিনি।

৬ টেস্ট ও ৩ ওয়ানডে খেলা এ লেগ স্পিনারের দখলে ২০ উইকেট (১৬ ও ৪)। ৯৬ রানে ৫ উইকেট টেস্টে তার সেরা বোলিং। আর ৪১ রানে ২ উইকেট ওডিআই সেরা।

জামালপুরের ছেলে জুবায়ের ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়:১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।