ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

১০০ টাকার টিকিট ৫০০ টাকা

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
১০০ টাকার টিকিট ৫০০ টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডে ম্যাচের ধারাবাহিকতায় বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচেও চলছে টিকিট কালোবাজারি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যেন টিকিট কালোবাজারিদের হাট বসেছে! স্টেডিয়ামের ১ ও ২ নং গেটের মাঝামাঝি ও ৩ নং গেট সংলগ্ন এলাকায় এমন টিকিট পাওয়া যাচ্ছে অহরহ।



মজার ব্যাপার হলো, টিকিট কালোবাজারির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে পুলিশ প্রশাসনের সামনেই। আর টি-টোয়েন্টিতে কালোবাজারিদের সংখ্যা যেন ওয়ানডের চেয়েও ঢেঢ় বেশি! সাধারন গ্যালারি ১০০ টাকার টিকিট অনায়াসে বিক্রি হচ্ছে ন্যূনতম ৫০০ টাকা বা তারও বেশি দামে। আর ৩০০ টাকারটা কমপক্ষে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকায়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন দৃশ্যই ধরা পড়ে।   

সন্দেহ নেই যে, টি-টোয়েন্টি ম্যাচে উত্তেজনা বেশি থাকায় দর্শক সমাগমও অনেক বেশি হয়। তাই টিকিট কালোবাজারিদের দৌরাত্বও বেশি থাকে। আজকের  ম্যাচেও তার ব্যতিক্রম দেখা গেল না। চলতি সিরিজে ওয়ানডের তুলনায় এই ম্যাচে দর্শ‌ক সমাগম অনেক বেশি। ম্যাচ শুরুর প্রায় ৩ ঘন্টা আগে থেকেই মাঠে দর্শক ঢুকতে শুরু করে। এদের মধ্যে অনেকেই নির্ধারিত দামে টিকিট পেয়েছেন। আর যারা পাননি, তারা বেশ চড়া দামে ‘ব্ল্যাকে’ সংগ্রহ করছেন। এমন কয়েকজন দর্শককে দেখা গেল, স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে কিছুটা হতাশ ভঙ্গিতে টিকিট হাতে দাঁড়িয়ে।

টিকিট কিনলেন? উত্তরে বললেন, ‘হ্যাঁ ভাই। ৩০০ টাকার টিকিট কিনলাম ১১০০ টাকা দিয়ে। ’ কার কাছ থেকে? ‘এইতো গেটের সামনে একজন টিকিট লাগবে কী না জিজ্ঞেস করলো, আমরা হ্যাঁ বলাতে  সে ফোন করলো, সঙ্গে সঙ্গে একজন ১০টি টিকিট নিয়ে এলো। ’ 

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, ১৩ নভেম্বর, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।