ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডের পর বিশ্বকাপে ফিরছেন ব্রড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ওয়ানডের পর বিশ্বকাপে ফিরছেন ব্রড! ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৫ বিশ্বকাপের পর ইংল্যান্ডের সীমিত ওভারের দলে আর জায়গা হয়নি ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের। তবে আসছে দক্ষিণ আফ্রিকা সফরে আবারও রঙিন পোশাকে দেখা যেতে পারে ডানহাতি এ পেসারকে।

সেই সঙ্গে আগামী বছর ভারতের মাটিতে ‍টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ইংলিশ দলে থাকতে পারেন।

ইংল্যান্ড জাতীয় দলকে মূলত দুটি ভাগে ভাগ করে রেখেছেন দেশটির ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস। টেস্ট ও সীমিত ওভারের ম্যাচে ভালো পারফর্ম করতেই ক্রিকেটারদের দু’রকম ফরম্যাটে খেলাচ্ছেন তিনি।

টি-২০’তে ব্রডের পারফরম্যান্স সন্তোষজনক হওয়ায় ইসিবিকে এ ব্যাপারে এগিয়ে আসতে হচ্ছে। এছাড়া ওয়ানডেতেও সফল বোলার ব্রড। এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবির পর সীমিত ওভারের দলে জায়গা পাননি তিনি।

ব্রড বর্তমানে টি-২০’র সর্বোচ্চ উইকেট শিকারির সেরা তালিকাতেও রয়েছেন। ষষ্ঠ অবস্থানে থাকা এ তারকা ক্রিকেটার ৫৬ ম্যাচে ৬৫টি উইকেট নিয়েছেন। এ তালিকায় ৮৬ ম্যাচে সমান উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।