ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শচীন-জয়সুরিয়ার পাশে মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
শচীন-জয়সুরিয়ার পাশে মালিক ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারের ২৩০তম ওয়ানডেতে নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। ৭ম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ম্যাচে ৬ হাজার রান ও ১৫০ উইকেটে নেওয়ার গৌরব অর্জন করলেন এ অভিজ্ঞ তারকা।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে অধিনায়ক ইয়ন মরগানকে ফিরিয়ে উদযাপন করেন মালিক।

ইংলিশদের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের আগে মালিকের এ মাইলফলকের জন্য প্রয়োজন ছিল ১০ রান ও তিনটি উইকেট। ছয় হজার রান অবশ্য প্রথম ম্যাচেই করে ফেলেন তিনি। আর তৃতীয় ম্যাচে এসে উইকেটের কোটাটি পূর্ণ করেন ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে এরআগে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর সাদা পোশাক থেকে অবসর নেন মালিক। অবসর নেওয়া সিরিজটিও দুর্দান্ত কাটে তার। পাঁচ বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়ার পর সিরিজে মোট রান করেন ৪৮.৬৭ গড়ে ২৯২। আর উইকেট নেন ১১টি।

এদিকে মালিকের এ মাইলফলকটি এরআগে সাতজন ক্রিকেটার করেছিলেন। এ তালিকায় সবার ওপরে রয়েছে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। আর দ্বিতীয় ‍অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক তারকা সনথ জয়সুরিয়া।

তালিকার বাকিরা হলেন পাকিস্তানের শহীদ অাফ্রিদি, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।