ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্থানীয় ক্রিকেটারদের দিকে তাকিয়ে তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
স্থানীয় ক্রিকেটারদের দিকে তাকিয়ে তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিপিএলে চিটাগং ভাইকিংসের অধিনায়কত্ব করবেন জাতীয় দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল। দলটিতে তিলকারত্নে দিলশান, সাঈদ আজমল, মোহাম্মদ আমিরের মতো বিদেশি তারকা ক্রিকেটার থাকার পরও তামিম মনে করেন, লোকাল ক্রিকেটারদের উপরই নির্ভর করবে তার দলের সফলতা।



শুক্রবার (২০ নভেম্বর) বিসিবি একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। এ সময় তিনি বলেন, ‘লোকাল ক্রিকেটার যারা আছে আমার মনে হয় তারাই টুর্নামেন্টে আসল ভূমিকা রাখবে। বিদেশিরা সাহায্য করতে পারে ম্যাচে। তবে, আসল কাজটা করতে হবে দেশের ক্রিকেটারদেরই। দলের সাফল্য কতটুকু আসবে এ টুর্নামেন্টে, সেটা নির্ভর করছে দেশি খেলোয়াড়দের উপরই। ’

নিজের দল প্রসঙ্গে তামিম বলেন, ‘আমাদের একটি দল হিসেবে খেলতে হবে। আমরা ভালো দল। মাঠে সবাইকে পারফরম্যান্স করতে হবে। আজ থেকে প্রায় সব বিদেশি ক্রিকেটাররা এসে যাচ্ছেন। আমরা সবাই একসাথে বসে মিটিংয়ে আলোচনা করে পরিকল্পনা করবো। এখন পর্যন্ত দলের সবকিছু ভালো মতোই এগুচ্ছে। ’

দলের প্রস্তুতি নিয়ে তামিম বলেন, ‘এরকম টুর্নামেন্টে টিম যদি একসাথে ১৫-২০ দিন অনুশীলন করতে পারে, তাহলে  ভালো হয়। তবে আমাদের জন্য একটা ভালো দিক হচ্ছে বিকেএসপিতে একটা ক্যাম্প করার সুযোগ পেয়েছি। ’

বিপিএলের গুরুত্ব প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার কাছে মনে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হবে। আমাদের দলের জন্যও ভালো হবে। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে।   দেশের ক্রিকেটাররা ভালো টি-টোয়েন্টি খেলতে সক্ষম। হয়তো আমাদের মাইন্ডসেটে একটু সমস্যা আছে। তবে, সঠিক সময়ে তা কাটিয়ে উঠতে পারব। সামনে এশিয়া কাপ। বিশ্বকাপ আসতে আসতে আমি নিশ্চিত আমার এবং সকলের জন্য সবকিছু ঠিক হয়ে যাবে। ’
 
২২ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধণী ম্যাচে সাকিবের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তামিমের দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২টায়। প্রতি দলে চারজন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন।
 
চিটাগং ভাইকিংস:  তামিম ইকবাল (অধিনায়ক), নাফিস ইকবাল, এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ, তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান), জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা), রবিন পিটারসন (দক্ষিণ আফ্রিকা)।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।