ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভোজেস-মার্শের রেকর্ড জুটিতে অজিদের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ভোজেস-মার্শের রেকর্ড জুটিতে অজিদের দাপট শন মার্শ ও অ্যাডাম ভোজেস / ছবি:সংগৃহীত

ঢাকা: প্রথম দিনের পর হোবার্ট টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত। অ্যাডাম ভোজেস ও শন মার্শের রেকর্ড ৪৪৯ রানের পার্টনারশিপে রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।

এরপর সিডল-হ্যাজেলউড-নাথান লিওনের বোলিং নৈপুণ্যে দিন শেষে ২০৭ রান তুলতেই চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাই বলাই বাহুল্য, অজিদের অলরাউন্ড পারফরম্যান্সে রীতিমত বিধ্বস্ত অবস্থায় ক্যারিবীয়রা।

স্কোর: অস্ট্রেলিয়া – ৫৮৩/৪ ডিক্লে.
ও. ইন্ডিজ - ২০৭/৪

শুক্রবার (১১ ডিসেম্বর) তিন উইকেটে ৪৩৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অজিরা। ১১২তম ওভারে দলীয় ৫৭০ রানের মাথায় ভোজেস-মার্শের জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ‍কাছে গিয়েও বঞ্চিত হন শন মার্শ (১৮২)।

তবে আউট হলেও অ্যাডাম ভোজেসের সঙ্গে রেকর্ড বইয়ে নাম লেখান মার্শ। টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে দু’জন সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েন। আর যেকোনো উইকেটে এটি ষষ্ঠ স্থানে জায়গা করে নেয়। ১১৪ ওভার শেষে অজিদের ইনিংস ঘোষণার সময় ২৬৯ রানে অপরাজিত থাকেন ভোজেস।

শন ‍মার্শ ছাড়াও ডেভিড ওয়ার্নার (৬৪) ও অধিনায়ক স্টিভেন স্মিথকে (১০) সাজঘরে ফেরান ওয়ারিকান। ওপেনার জো বার্নসকে (৩৩) ক্লিন বোল্ড করেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল।

পরে নিজেদের প্রথম ইনিংসে দলীয় একশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ও. ইন্ডিজ। অজি বোলারদের বিপক্ষে একমাত্র ড্যারেন ব্রাভো (৯৪ অপা.) প্রতিরোধ গড়েন। কেমার রোচের (৩১ অ.) সঙ্গে অবিচ্ছিন্ন ৯১ রানের পার্টনারশিপে মাঠ ছাড়েন ব্রায়ার লারার ‘ক্লোন’ খ্যাত ব্রাভো।

অফস্পিনার নাথান লিওন তিনটি উইকেট লাভ করেন। জস হ্যাজেলউড দু’টি ও পিটার সিডল একটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।