ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অবশেষে অর্ধশতকের দেখা পেলেন ইমরুল

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
অবশেষে অর্ধশতকের দেখা পেলেন ইমরুল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: অবশেষে বিপিএলের এবারের আসরে অর্ধশতকের দেখা পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ওপেনার ইমরুল কায়েস। সম্প্রতি শেষ হওয়া লিগ পর্যায়ের খেলায় ব্যক্তিগত রানের এ কোঠা অধরা থাকলেও শেষ চারের প্রথম কোয়ালিয়ারে রংপুরের বিপক্ষে কাঙ্খিত রানের দেখা পান এই টাইগার ওপেনার।



এর আগে এবারের আসরে ইমরুলের সর্বোচ্চ রান ছিল ৪৮, সিলেট সুপারস্টারসের বিপক্ষে।

শনিবার (১১ নভেম্বর) রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নমে ৪৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ইমরুল।

বিপিএলের এবারের আসরের শুরুতে তার ক্ষুরধার ব্যাট তেমন জ্বলে উঠতে দেখা যায়নি। প্রথম দুই ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পরের ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে করেন ১৩ রান।

এরপর রংপুর রাউডার্সের বিপক্ষে ২৪ রানে অপরাজিত থাকেন। রংপুরের পর সিলেটের বিপক্ষে ম্যাচে খেলেন ৪৮ রানের ইনিংস। তারপরের ম্যাচে ঢাকার বিপক্ষে ৭, চিটাগংয়ের বিপক্ষে ৩৫, বরিশালের বিপক্ষে ০, রংপুরের বিপক্ষে ৩৮ ও সবশেষ সিলেটের বিপক্ষে খেলেছেন ২৭ রানের ইনিংস।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।