ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ক্রিকেটে ফিরছেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
টেস্ট ক্রিকেটে ফিরছেন গেইল ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের হয়ে আবারো সাদা পোশাক গায়ে জড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছেন ক্রিস গেইল। ২০১৬ সালেই টেস্ট ক্রিকেটে ফিরতে চান ক্যারিবিয়ান ‘ব্যাটিং দানব’।

সম্প্রতি বরিশাল বুলসের হয়ে বিপিএলের কয়েকটি ম্যাচ খেলে বিগ ব্যাশে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেন গেইল।

মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশের পঞ্চম আসর মাতাবেন গেইল। আগামী ১৯ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে ব্রিসবেন হিটের মুখোমুখি হবে রেনেগেডস। ব্রিসবেনে বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে খেলা শুরু হবে।

অস্ট্রেলিয়ায় চলমান তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেই ও. ইন্ডিজকে ইনিংস ও ২১২ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডোবায় অজিরা। হোবার্ট টেস্টকে খুব মিস করেছেন গেইল। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে তিনি রীতিমত ব্যথিত ও মর্মাহত।

তবে দলের প্রয়োজনে এ সিরিজেই মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন গেইল। সেক্ষেত্রে বক্সিং ডে টেস্টে (মেলবোর্নে ২৬-৩০ ডিসেম্বর) চোখ রাখবেন বলে তিনি জানান। এ ব্যাপারে সাবেক ক্যারিবীয় অধিনায়ক মেলবোর্ন রেনেগেডস টিম কর্তৃপক্ষকে অবগত করবেন বলে নিশ্চিত করেন। এক সাক্ষাৎকারে গেইল এসব কথাই তুলে ধরেন।

গেইল বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিইনি। সদ্যই ইনজুরি মুক্ত হয়ে ফিরেছি। হোবার্ট টেস্টে দলের সঙ্গে না থাকার পেছনে এটি অন্যতম কারণ। পুরোপুরি ফিট থাকলে হয়তো এ সিরিজেই ফিরতে পারতাম। আশা করছি, আগামী বছর আবারো লাল বলের ক্রিকেটে ফিরব। ’

গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে মাঠে নামেন গেইল। ও. ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ১০৩ টেস্টে ৪২.১৮ গড়ে ৭২১৪ রান করেছেন ৩৬ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটসম্যান। ৩৭টি অর্ধশতকের পাশাপাশি তার দখলে রয়েছে ১৫টি সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।