ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় শিক্ষাবিদ আঃ বাসেত স্মৃতি টি-২০ টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বগুড়ায় শিক্ষাবিদ আঃ বাসেত স্মৃতি টি-২০ টুর্নামেন্ট ছবি : সংগৃহীত

ঢাকা: বগুড়া মুক্তাধারা স্পোর্টিং ক্লাব আয়োজিত এবং ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির সহযোগিতায় ‘দ্বিতীয় শিক্ষাবিদ আব্দুল বাসেত স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে পিসিসি ৬ উইকেট কেসিসিকে পরাজিত করে।



সরকারী শাহ সুলতান কলেজ মাঠে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরুল ইসলাম।

উদ্বোধনী খেলায় কেসিসি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে রুদ্র ৫২ ও বক্কর ২৫ রান করেন। জবাবে পিসিসি ১৫ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করে। দলের পক্ষে রোমান ৪৫ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্ধারিত হন কেসিসির রুদ্র। ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন নোমান ও রায়হান।

সুলতানগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক ও  মুক্তধারা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ রুবেল, ইয়ং টাইর্গাস ক্রিকেট একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবি। আরও উপস্থিত ছিলেন টুনামেন্ট কমিটির সদস্য হায়াত মাহমুদ নোমান, রায়হান, শান, সুমন, জনি, শাহিন, রবি প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।