ঢাকা: শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও আসা-যাওয়ার মিছিল। আর এরই মধ্যে জমে উঠেছে হ্যামিল্টিনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি।
১৮৯ রানের জয়ের টার্গেটে তৃতীয় দিনের মাঝে মাঠে নামে নিউজিল্যান্ড। তবে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে স্বাগতিকরা। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে রস টেইলরকে নিয়ে শঙ্কা কাঁটিয়ে উঠার চেষ্টা করেন দারুণ ফর্মে থাকা কেন উইলিয়ামস। তবে ব্যক্তিগত ৩৫ রানে দাশমান্থা চামিরার বলে কাঁটা পড়েন টেইলর।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও লঙ্কান বোলারদের মধ্যে সফল ছিলেন চামিরা। কিউই পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারটি উইকেটই তুলে নেন ডানহাতি এ তরুণ ফাস্ট বোলার। প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে অবশ্য অবিচল ছিলেন উইলিয়ামসন। ২০১৫ সালে ১ হাজার রানের মাইলফলক ছোঁয়া এ ডানহাতি দিন শেষে ৭৮ রানে অপরাজিত রয়েছেন। তাকে সঙ্গ দেওয়ার জন্য ম্যাচের চতুর্থ দিন শূন্য রানে মাঠে নামবেন বিজে ওয়াটলিং।
এর আগে শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় পড়ে। ১৩৩ রানেই গুটিয়ে যায় দলটির ইনিংস। শুরুটা ভালো করলেও কিউই বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পঞ্চাশের ঘরে পৌঁছাতে পারেনি লঙ্কান কোন ব্যাটসম্যান। সর্বোচ্চ ৪৬ রান আসে ওপেনার কুশল মেন্ডিসের ব্যাট থেকে। টিম সাউদি চারটি ও তিনটি উইকেট নিয়েছেন নিল ওয়াগনার।
দ্বিতীয় দিনে নয় উইকেট হারিয়ে ২৩২ রান করা ব্রেন্ডন ম্যাককালামরা তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র পাঁচ রান যোগ করতেই বাকি উইকেট হারায়। সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৫
এমএমএস