ঢাকা: ক্রিস গেইলের নামের পাশে লেখা হয়ে গেল ৬০০ ছক্কার মাইলফলক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সফলতা আরেকবার প্রমাণ করলেন ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেটার।
পুরো বিশ্বব্যাপি টি-টোয়েন্টি লিগ খেলা গেইল আন্তর্জাতিক ও ক্লাবের হয়ে ২২৭ ম্যাচে ৬০০টি ছক্কার মালিক হলেন। বাঁহাতি এ ব্যাটসম্যানের রেকর্ডের আশে-পাশে অবশ্য কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা আরেক ক্যারিবীয় কাইরন পোলার্ড হাঁকিয়েছেন ৩৮৮টি ছক্কা। আর ২৯০টি ছক্কা মেরে তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
গেইল অবশ্য আগেই ৬০০টি চারের মাইলফলম ছুঁয়েছিলেন। যদিও চার হাঁকানোর রেকর্ড গেইলের আগে রয়েছে অস্ট্রেলিয়ান ব্রাড হজ ও ম্যাককালামের। শনিবার বিগ ব্যাশে ব্রিসবেন হিটের দেওয়া ১৮০ রানের জবাবে গেইলের দল সাত উইকেটের বড় ব্যবধানে জয় পায়। গেইলের ব্যাট থেকে আসে ২৩ রান।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৫
এমএমএস