ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এমসিএল টুর্নামেন্টের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমসিএল টুর্নামেন্টের সূচি চূড়ান্ত ছবি : সংগৃহীত

ঢাকা: অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে মার্স্টাস চ্যাম্পিয়নস লিগের (এমসিএল) সূচি চূড়ান্ত করা হয়েছে। প্রথম ম্যাচে জিমিনি অ্যারাবিয়ানসের মুখোমুখি হবে লিবরা লিজেন্ডস।

২৮ জানুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আসরটি সংযুক্ত আরব আমিরাতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমিরাতের মাঠ শারজা ও দুবাইয়ে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টে ছয়টি দল ১৫ জন ক্রিকেটার নিয়ে খেলবে। আসরে মোট ১৮টি ম্যাচ রাখা হয়েছে।

এবারের আসরে রয়েছেন জ্যাক ক্যালিস, মুত্তিয়া মুরালিধরন, কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট, ড্যানিয়েল ভেট্টোরি, ব্রেট লি, বিরেন্দ্র শেওয়াগ, গ্রায়েম স্মিথ ও ব্রায়ান লারার মতো তারকারা।
 
১১ ফেব্রুয়ারি আসরের প্রথম সেমি-ফাইনাল দুবাইয়ে হওয়ার পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল একই মাঠে অনুষ্ঠিত হবে।

১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।