ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোল্টার-নাইলের ইনজুরিতে বোল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
কোল্টার-নাইলের ইনজুরিতে বোল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ফাস্ট বোলার নাথান কোল্টার-নাইলের ইনজুরিতে ডাক পেয়েছেন স্কট বোল্যান্ড। এর আগে হোবার্টে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দ্বাদশ ক্রিকেটার হিসেবে ছিলেন কোল্টার-নাইল।



বক্সিং ডে টেস্টেও দলে ছিলেন ডানহাতি পেসার কোল্টার-নাইল। তবে টেস্টের বিরতির মাঝে বিশ ব্যাশ লিগে পার্থ স্কোচার্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি।

হোবার্ট টেস্টে স্ট্যানবাই ক্রিকেটার হিসেবে ছিলেন বোল্যান্ড। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে টিমের সঙ্গে থাকলেও ম্যাচে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে জস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন অথবা পিটার সিডল যদি আগামী কয়েকদিনের মধ্যে ফিটনেস সমস্যা পড়েন তবে কপাল খুলতে পারে তার।

২৬ বছর বয়সী বোল্যান্ড ঘরোয়া শেফিল্ড শিল্ডের এ মৌসুমে ১৭.০৭ গড়ে ১৩টি উইকেট নিয়েছেন। তবে পার্থে ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ রানে ৭ উইকেট নেওয়ার পর নির্বাচকদের নজরে আসেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।