ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবের সঙ্গে মুশফিকও করাচিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সাকিবের সঙ্গে মুশফিকও করাচিতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশি তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। চতুর্থ ক্রিকেটার হিসেবে জায়গা পেলেন টাইগারদের টেস্ট দলপতি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।



শোয়েব মালিকের করাচি কিংস ডেকে নিয়েছে টাইগারদের রান মেশিন মুশফিককে। দলটিতে আরেকট টাইগার সাকিব আল হাসানও রয়েছেন। আরও রয়েছেন সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, রবি বোপারা, লিন্ডল সিমন্স, মোহাম্মদ আমির, বিলওয়াল ভাট্টি, জেমস ভিঞ্চ।

মুশফিকুর রহিম খেলোয়াড় বাছাইয়ে প্রথমে ছিলেন ‘গোল্ড’ ক্যাটাগরিতে। তবে, গতকাল গোল্ড ক্যাটাগরি থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে না কেনায় নিয়মানুযায়ী তিনি চলে আসেন সিলভার ক্যাটাগরিতে। সিলভার ক্যাটাগরির খেলোয়াড়ের মূল্যমান ২৫ হাজার ডলার। যা বাংলাদেশি মূল্যে প্রায় ২০ লাখ টাকা।

ক্রিস গেইলের দল লাহোর কালান্ডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশি ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ডেকে নেয় করাচি কিংস। আর তামিমকে নেয় শহিদ আফ্রিদির দল পেশোয়ার জালমি।

প্লেয়ার্স ড্রাফটের প্রথম পর্ব সোমবার (২১ ডিসেম্বর) লাহোরে সম্পন্ন হয়। এতে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং- এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয় ক্রিকেটারদের। পাঁচটি ক্যাটাগরির মধ্যে কেবল প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড’র প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছিল। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সিলভার ও ইমার্জিং ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।