ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় ব্রাথওয়েট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ক্যারিবীয় টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় ব্রাথওয়েট ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হতে পারে কার্লোস ব্রাথওয়েটের। ইনজুরি আক্রান্ত পেসার শ্যানন গ্যাব্রিয়েলের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় ২৭ বছর বয়সী এ অলরাউন্ডার।



শনিবার (২৬ ডিসেম্বর) দু’দলের মধ্যকার বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন) টেস্ট মাঠে গড়াবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে অজিরা। প্রথম টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ২১২ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডোবায় অজিরা।

হোবার্ট টেস্টে অ্যাঙ্কেল (পায়ের গোড়ালি) ইনজুরিতে পড়ে ছিটকে পড়েন গ্যাব্রিয়েল। তার পরিবর্তে পেসার মিগুয়েল কামিন্সের খেলার সম্ভাবনা থাকলেও ব্রাথওয়েটকে এগিয়ে রাখছেন অধিনায়ক জেসন হোল্ডার, ‘ফাস্ট বোলার মিগুয়েল কামিন্স নয়, গ্যাব্রিয়েলের জায়গায় অল রাউন্ডার ব্রাথওয়েটের খেলার সম্ভাবনাই বেশি। তবে ম্যাচের দিনই সার্বিক দিক বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ’

ও. ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকলেও ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কার্লোস ব্রাথওয়েট। এখন পর্যন্ত সাত ওয়ানডেতে ৭১ রানের পাশাপাশি তিনটি উইকেট নেন এ ডানহাতি পেসার। আর মাত্র দু’টি টি-২০ খেলে ব্যাট হাতে দুই রান ও একটি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।