ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে কেন উইলিয়ামসনের খেলা নিয়ে সংশয় রয়েছে। ইতোমধ্যেই একজনকে স্ট্যান্ডবাই রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
ফিটনেস টেস্ট শেষেই তার মাঠে নামার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত উইলিয়ামসন ছিটকে গেলে তার পরিবর্তে একাদশে থাকতে পারেন টম লাথাম।
শনিবার (২৬ ডিসেম্বর) দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ২৮, ৩১ ডিসেম্বর, ২ ও ৫ জানুয়ারি। এরপর দুই ম্যাচের (৭ ও ১০ জানুয়ারি) টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ইতোমধ্যেই দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা।
এক সাক্ষাৎকারে ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান বলেন, ‘ব্যস্ত সূচি সামনে রেখে উইলিয়ামসনকে ঘিরে ঝুঁকি নেওয়া যাবে না। তার ডান পায়ের হাঁটুতে কিছুটা সমস্যা আছে। আমরা শতভাগ ফিটনেস নিশ্চিত করতে চায়। অন্যথায়, টম লাথামকে একাদশে রাখা হবে। ’
নিউজিল্যান্ড ওয়ানডে দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, মিচেল ম্যাকক্লেনাগান, অ্যাডাম মিলনি, হেনরি নিকোলাস, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ শোধি, রস টেইলর, কেন উইলিয়ামসন, জর্জ ওয়ার্কার। স্ট্যান্ডবাই: টম লাথাম।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম