ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুশীলন ম্যাচে সাকিবের সবুজ দল জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
অনুশীলন ম্যাচে সাকিবের সবুজ দল জয়ী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন খুলনায়। শনিবার (৯ জানুয়ারি) নিজেদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের অনুশীলন করতে বাংলাদেশ লাল ও সবুজ নামে দু’টি দলে ভাগ হয়ে খেলায় নামে টাইগাররা।



সকাল সাড়ে ১০টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে সাকিবের সবুজ দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লাল দলের অধিনায়ক মাশরাফি।

ব্যাটসম্যানদের অনুশীলনটা খুব একটা ভালো হয়নি এ ম্যাচে। একমাত্র মুশফিকুর রহিম (৫৭) ছাড়া আর কেউই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলতে পারেননি। মুশফিকের ব্যাটিংয়েই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে মাশরাফি বিন মুর্তজার লাল দলকে ১৯ রানে হারিয়েছে সাকিব আল  হাসানের নেতৃত্বাধীন সবুজ দল।

আগে ব্যাট করে মুশফিকুর রহিমের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে সবুজ দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে মাশরাফির লাল দল ১৩২ রানের বেশি করতে পারেনি।

রানের খাতা খোলার আগেই সবুজ দলের ওপেনার ইমরুল কায়েসকে ফিরিয়ে দেন মাশরাফি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে লিটন দাস ও এনামুল হক বিজয় দলের হাল ধরেন। এই দু’জনের ৫০ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় সবুজ দল।

ব্যক্তিগত ৩২ রান করেন এনামুল হক। ২৮ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। সাকিবের ব্যাটিং অনুশীলনটাও খুব একটা ভালো হয়নি। ১৬ বলে ১২ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন তিনি। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৭ রান।

শেষ ওভারে আউট   হওয়ার আগে মুশফিকুর রহিমের  ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান। ৩৬ বলের ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কার মার।

লাল দলের হয়ে সাব্বির রহমান দু’টি এবং মাশরাফি, আবু হায়দার রনি ও মাহমুদুল্লাহ  রিয়াদ একটি করে উইকেট নেন।

১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্যকে হারায় লাল দল। তবে তামিম ইকবাল আর  সাব্বির রহমান এরপর ব্যটিংয়ে কিছুটা দৃঢ়তা দেখান। তামিম ১৯ বলে পাঁচটি চারের সাহায্যে ২৮ সংগ্রহ করে রান আউট  হয়ে যান। আর  সাব্বির ১৯ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান করেন। এই  দু’জন আউট  হওয়ার পর লাল দলের রানের গতিও মন্থর হয়ে পড়ে।

তবে শেষ দিকে নুরুল হাসান সোহান কিছুক্ষণ ব্যাটিংয়ে দৃঢ়তা দেখান। যদিও শেষ পর্যন্ত তাকেও ফিরে যেতে হয় ২২ রান করে। ২১ বলে দু’টি চার ও একটি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। আর মিথুন করেন ১২ রান। শেষ পর্যন্ত ১৩২ রানে থেমে যায় লাল দলের ইনিংস। এতে ১৯ রানের জয় পায় সবুজ দল।

বোলিংয়ে সবুজ দলের অধিনায়ক সাকিব দু’টি এবং শুভাগত হোম, মোহাম্মদ শহীদ ও আরাফাত সানি একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সবুজ দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজী, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শহীদ ও আরাফাত সানি।

বাংলাদেশ লাল দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ, সাকলায়েন সজীব।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ১৫ জানুয়ারি। সিরিজের পরবর্তী তিনটি ম্যাচ যথাক্রমে ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ে ক্রিকেট দল ২৩ জানুয়ারি খুলনা ত্যাগ করলেও বাংলাদেশ ক্রিকেট দল ৩১ জানুয়ারি পর্যন্ত খুলনায় অবস্থান করবে।   কারণ, যুব বিশ্বকাপ শুরু হচ্ছে বিধায় ঢাকা, চট্টগ্রাম ও ফতুল্লা স্টেডিয়াম ব্যস্ত থাকবে। এজন্য টিম ম্যানেজম্যান্ট খুলনা স্টেডিয়ামকে অনুশীলনের জন্য বেছে নিয়েছে।   এর ফলে ২৩ দিন সাকিব আল হাসান ও মুস্তাফিজদের খুলনায় থাকতে হবে ক্রিকেটারদের।

এদিকে, দীর্ঘ নয় বছর পর ‘লাকি ভেন্যু’ খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ হওয়ার খবরে বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দে মেতেছেন স্থানীয় ক্রিকেটপ্রেমীরা।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।