ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণবিধি লঙ্ঘন করায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। ফলে আসন্ন নিউজিল্যান্ড সফরে অকল্যান্ডে ১৫ জানুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না এ টপঅর্ডার ব্যাটসম্যান।
চলতি সপ্তাহে দেশটির ঘরোয়া লিগ কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে আকমলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে। ফাইনালে আকমলের দল সুই নর্দান গ্যাস পাইপলাইন লিমিটেডের বিপক্ষে খেলতে নামে ইউনাইটেড ব্যাংক লিমিটেড।
পিসিবির নিয়ম অনুযায়ী ঘরোয়া টি-২০ লিগে ক্রিকেটাররা নিজ দলের জার্সিতে একটি লোগো পরিধান করতে পারবে। তবে জানা যায় এ ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করেছেন আকমল। একই আসরে আকমলকে এর আগে দু’বার একই অপরাধে সতর্ক করা হয়েছিলো। আর তৃতীয়বার এমনটি হওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।
এদিকে জাতীয় দলের হয়ে পর পর দুটি সিরিজে এমন বহিষ্কারাদেশ পেলেন আকমল। গত নভেম্বরে অনৈতিক কর্মে জড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০’র এক ম্যাচ মাঠের বাইরে ছিলেন ২৫ বছর বয়সী এ তারকা।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৬
এমএমএস