ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে আসার আগে গ্রেফতার টিম ইন্ডিয়ার দলপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বাংলাদেশে আসার আগে গ্রেফতার টিম ইন্ডিয়ার দলপতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আইসিসির মেগা এ ইভেন্টে রাহুল দ্রাবিড়ের অধীনে থাকা টিম ইন্ডিয়ার দলপতির দায়িত্ব দেওয়া হয়েছে ঈশান কিষানকে।

ভারতের যুব দলের এই অধিনায়ককে মেগা ইভেন্টের আগে পাটনা পুলিশ গ্রেফতার করেছে।

বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভি‌যোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

কিষান তার বাবার গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেন। অটোরিকশায় মাঝবয়সী একজন মহিলার সঙ্গে ২০ বছরের একজন তরুণী ছিলেন। তারা মারাত্মক আহত হন। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভি‌যোগ তাকে স্থানীয়রা মারধর করে বলেও ভারতীয় সংবাদমাধ্যম গুলো জানায়।

আর এমন গুরুতর অভি‌যোগ পেয়ে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং গ্রেফতার করে।

পাটনা পুলিশ থেকে জানানো হয়, গ্রেফতার করার পর কিষানের বাবার গাড়িটি পুলিশি আটক করে। পরে, টিম ইন্ডিয়ার যুব দলের অধিনায়কের বাবা আহতদের চিকিৎসার সকল খরচ বহন করার প্রতিশ্রুতি দেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম-সচিব অমিতাভ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমাদের কাছে এখনও কোনো রিপোর্ট এসে পৌঁছায়নি। আমরা ঘটনাটি শুনেছি। কিষান দোষী হলে অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

২৮ জানুয়ারি রাহুল দ্রাবিড়ের অধীনে ভারত তাদের বিশ্বকাপ মিশনে নামবে। বিশ্বমঞ্চে তাদের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।