ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুব বিশ্বকাপের ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
যুব বিশ্বকাপের ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেস্ট প্লেয়িং ৯টি দেশ ও আইসিসির ৭ সহযোগী সদস্য দেশকে নিয়ে জানুয়ারির ২৭ তারিখ থেকে বাংলাদেশের চারটি ভেন্যুতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশতম আসর। বাংলাদেশে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ দেখিয়ে এবারের যুব বিশ্বকাপে অংশ নিচ্ছে না অস্ট্রেলিয়া দল।

অজিদের পরিবর্তে খেলছে আইসিসির সহযোগী সদস্য দেশ আয়ারল্যান্ড।

যুব বিশ্বকাপ থেকেই আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটে পাঁ রাখেন উদীয়মান ক্রিকেটাররা। বয়সভিত্তিক ক্রিকেটারদের কাছে নিজেকে চেনানোর সবচেয়ে বড় মঞ্চ যুব বিশ্বকাপ। এবারের আসরে সেরা পারফরম্যান্স দেখিয়ে এখান থেকেই উঠে আসবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটার। প্রিয় পাঠক, চলুন দেখে নেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণকারী  ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড।

বাংলাদেশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, সালেহ আহমেদ শাওন গাজী, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হোসেন, শফিউল হায়েত, মেহেদি হাসান রানা, মোহাম্মদ আব্দুল হালিম, জয়রাজ শেখ ইমন, আরিফুল ইসলাম জনি, সঞ্জিত সাহা, নাজমুল হোসেন শান্ত, সাইদ সরকার, সাইফ উদ্দিন।
কোচ: মোহাম্মদ মিজানুর রহমান।

দক্ষিণ আফ্রিকা: টনি ডি জর্জি (অধিনায়ক), জিয়াদ আব্রাহামস, ডিন ফক্সক্রফট, ডেয়াইন গ্যালিয়েম, উইল লুডিক, ওয়ানডিল ম্যাকওয়েথ, কনার ম্যাকার, রিভালডো মুনস্যামি, উয়াইন মালডার, লুক ফিল্যান্ডার, ফারহান সায়াইনভালা, লুঠ সিপামলা, লিয়াম স্মিথ, কাইল ভেরিনি, সিন হোয়াইটহেড।
কোচ: লরেন্স মাহাথলেন।

ভারত: ইশান কিশান (অধিনায়ক), রিশাব পান্ত (সহ-অধিনায়ক), খলিল আহমেদ, জিসান আনসারি, রাহুল বাথাম, রিকি ভুই, মায়াঙ্ক ডাগার, আরমান জাফির, সরফরাজ খান, আমানদ্বিপ খের, অভীশ খান, মহিপাল লমরর, সুবহাম মাভি, আনমলপ্রিত সিং, ওয়াশিংটন সান্দার।
কোচ: রাহুল দ্রাবিঢ়

পাকিস্তান: গওহর হাফিজ (অধিনায়ক), মোহাম্মদ উমর বুরকি, জিসান মালিক(সহ-অধিনায়ক), হাসান মহসিন, মোহাম্মদ আসাদ, সাইফ বদর, হাসান খান, সালমান ফাইয়াজ, সাদাব খান, উমাইর মাসুদ, সাইফ আলি, আরফান লিয়াকত, সামিন গুল, মোহাম্মদ আরসাল শেখ ও মোহাম্মদ আহমেদ শফিক।
কোচ: মোহাম্মদ মাসরুর।

শ্রীলঙ্কা: চারিথ আশালঙ্কা (অধিনায়ক), সাম্মু আসহান, কাভিন বান্দারা, জিহান ড্যানিয়েল, আভিশকা ফার্নান্দো, ওয়ানিদু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কামিন্দু মেন্ডিস, চারানা নানায়াকারা, থিলান নিমেস, ভিসার্ড রানদিকা, লাহিরু সামারাকুন, দামিথা সিলভা।
কোচ: রজার ওয়াজেসুরিয়া।
 
ইংল্যান্ড: ব্রাড টেলর (অধিনায়ক), জর্জ বারটলেট, জ্যাক বারনহ্যাম, ম্যাশন ক্রেন, স্যাম ক্যারান, রায়ান ডেভিস, অ্যানিউরিয়ান ডোনাল্ড, জর্জ গারটন, বেন গ্রিন, ম্যাক্স হোল্ডেন, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, টম মুরস, কালাম টেলর, জারিদ ওয়ার্নার।
কোচ: অ্যান্ডি হারি।

ওয়েস্ট ইন্ডিজ: সিমরন হেটমায়ার (অধিনায়ক), শহিদ ক্রুকস, কেসি কার্টি, মাইকেল ফ্রে, জায়িদ গুলি, তেভিন ইমল্যাক, আলজারি জোসেফ, রায়ান জন, কারস্টেন কালিচরণ, ওবেদ ক্যাককাও, গিডরন পোপ, কেমুউ পল, ওডিন স্মিথ, সামার স্প্রিঞ্জার, ইমানুয়েন স্টুয়ার্ট।
কোচ: গ্রায়েম ওয়েস্ট।

নিউজিল্যান্ড: জস ফিনি (অধিনায়ক) ফিনলে অ্যালেন, জস ক্লার্কসন, জ্যাক গিবসন, ক্রিস্টিয়ান লিওপার্ড, ফেলিক্স মারে, অনিকেত পারিখ, ডেল ফিলিপস, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, টেলর স্কট, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ড্যানিয়েল স্ট্যানলি, রস টের ব্রাক।
কোচ: বব কার্টার।

জিম্বাবুয়ে: ব্রেন্ডন মাভুটা (অধিনায়ক), ট্রেভর চিভনগডজ, জার্মি ইভস, অ্যাডাম কিফি, কুন্ডাই মাতিগিমু, উইলিয়াম মাসিঙ্গে, উইসলি ম্যাডহেভারি, রুগারি ম্যাগারিরা, সিডনি মুরম্ব, রায়ান মারে, রিচার্ড এনগারাভা, অক্ষয় প্যাটেল, ব্রেন্ডন স্লাই, শন স্নাইডার, মিলটন সুম্ভা।
কোচ: স্টিফেন ম্যাঙ্গোঙ্গো।
 
স্কটল্যান্ড: নেইল ফ্ল্যাক (অধিনায়ক), হারিশ আসলাম, রায়ান ব্রাউন, স্কট ক্যামেরুন, হারিস কার্নেগি, মোহাম্মদ আজিম দার, মোহাম্মদ গাফ্ফার, রোরি জনস্টন, এহতেশাম মালিক, ফিনলে ম্যাকক্রেথ, মিশেল রাও, ওয়েস শাহ, সিমন হোয়েট, জ্যাক ওয়ালার, বেন উইকিনসন।
কোচ: গর্ডন ড্রুমন্ড এবং কেড্রিক ইংলিশ।

আয়ারল্যান্ড: জ্যাক টেকটর (অধিনায়ক), ররি অ্যান্ডার্স, অ্যান্ড্র অস্টিন, বরুণ চোপরা, অ্যাডাম ড্যানিনসন, স্টেফিন ডোনি, অ্যারণ গিলেস্পি, জস লিটল, গ্যারি ম্যাকক্লিনটক, উইলিয়াম ম্যাকক্লিনটক, টম স্ট্যানটন, হ্যারি টেকটর, ফিয়াসরা টাকার, লরকান টাকার, বেন হোয়াইট।
কোচ: রায়ান এগলেসন।

আফগানিস্তান: ইহসানউল্লাহ জানাত (অধিনায়ক), জিয়াউর রহমান, জহির আহমেদজাই, কোয়াইস হাসান, করিম জানাত, ইকরাম আলি, শামসুর রহমান ওয়ালী, জহির খান, মুসলিম মুসা, নিজাত মাসুদ, পারভেজ মালিকজাই, নাসির উমর, নাভিদ উবাইদ, ওয়াহেদ শাফাক, তারিত স্তানিকজাই।
কোচ: দৌলত আহমেদজাই।

কানাডা: আবরাস খান (অধিনায়ক), বাভিন্দু আদিত্য, তুসরান্ত অনন্তহাজরা, আকাশ গিল, আব্দুল হাসিব, জয়রাজ,  সোলেমান খান, আসলান খান, মামিক লুঠরা, মিরাজ প্যাটেল, সাল্ক প্যাটেল, কার্ট রামদাত, সারবত সিভিয়া, হার্শ ঠাকির, অমিশ তাপলু, প্রশথ।
কোচ: এরল বারো।

নামিবিয়া: জেন গ্রিন (অধিনায়ক), পেট্রাস বার্গার, কার্ল ব্রিটস, ফ্রুটজ কোয়াটজি, নিকো ডাভিন, লফটি ইটন, মুশি হোঙ্গা, বার্টন জ্যাকবস, লোহান লওরেন্স, জারগিন লিন্ডে, মাইকেল ভ্যান লিনগেন, ক্রিশেন অলিভার, ফ্রান্সিওস রটেনবাক, ওয়ারেন ভ্যান উইক, ইবেন ভ্যান উইক।
কোচ: রাংগারিরাই মানান্দে।

ফিজি: সাইমনি টুইটওগা (অধিনায়ক), জসাইয়া বেলেকিওবিয়া, মালাকি চকেভাকি, পিটেরো কেববুলা, জ্যাক চার্টারস, জর্ডান ডানহ্যাম, ভাইভাভ কাপাডিয়া, ডেলায়েমাটুকু, লেদুয়া কুইনিভকা, স্যামুয়েল সোনকঙ্কো, তিকোউসুভা, পেনি ভুনিওয়াকা, সোসিসেনি উয়েলিকেবা, তুয়ানি ইয়াবাকি।
কোচ: শেন জার্গেনসন।

নেপাল: রাজু রিজাল (অধিনায়ক), দিপেন্দ্র অরি, মো: সুনীল ধামালা, হিমাংশু দত্ত, সৌরভ কানাল, সুশীল কান্দেল, যোগ্রেন্দ্র কারকি, স্বন্দীপ লামিচ্যান, ইশান পান্ডে, শঙ্কর রানা, প্রেম তামাং, আরিফ শেখ, স্বন্দীড সুনার, ডিপেস শ্রেষ্ঠ, রাজবীর সিং।
কোচ: জগত তামাত্তা।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।