ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবৈধ বোলিং সন্দেহে জিম্বাবুইয়ান ভিটোরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
অবৈধ বোলিং সন্দেহে জিম্বাবুইয়ান ভিটোরি ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে সফররত জিম্বাবুয়ের বামহাতি পেসার ব্রায়ান ভিটোরি অবৈধ বোলিং সন্দেহে পড়েছেন। টাইগারদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচেই খেলেছেন এ ফাস্ট বোলার।



খুলনায় অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে বোলিংয়ের সময় ম্যাচ অফিসিয়ালরা ভিটোরির বোলিং সন্দেহ করেন।

ম্যাচ শেষে ২৫ বছর বয়সী ভিটোরির বোলিং সন্দেহজনক জানিয়ে জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে, আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং টেস্ট করাতে হবে তাকে। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচে খেলা চালিয়ে যেতে হলে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করতে হবে ভিটোরিকে।

তবে, আইসিসির পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন ভিটোরি।

প্রথম টি-টোয়েন্টিতে ভিটোরি বাংলাদেশের বিপক্ষে ৩ ওভার বল করে ২৪ রান খরচের বিনিময়ে কোনো উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রানের খরচায় ছিলেন উইকেটশূন্য। আর তৃতীয় ম্যাচেও কোনো উইকেট না পাওয়া ভিটোরি ৪ ওভারে খরচ করেন ৪৫ রান।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।