ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাককালামের বিদায়ী ম্যাচে কিউইদের সংগ্রহ ২৪৬

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ম্যাককালামের বিদায়ী ম্যাচে কিউইদের সংগ্রহ ২৪৬ ছবি : সংগৃহীত

ঢাকা: ব্র্যান্ডন ম্যাককালামের বিদায়ী ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪৭ রানের টার্গেট ছুঁড়ে দিল নিউজিল্যান্ড। তিন ম্যাচে সিরিজের শেষ ম্যাচটি দু’দলের জন্য অলিখিত ফাইনাল।

তাই যে জয় পাবে তারাই চ্যাপেল-হ্যাডলি ট্রফি ঘরে তুলবে।

হ্যামিল্টনে সিরিজ নির্ধারণী ম্যাচে ৪৫.৩ ওভারে কিউইরা সবকটি উইকেট হারানোর আগে ২৪৬ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান আসে ইনর্ফম ওপেনার মার্টিন গাপটিলের ব্যাট থেকে। এছাড়া ৫০ রান করেন গ্র্যান্ট ইলিয়ট।

বিদায়ী ম্যাচে ঝড়ো গতির ৪৭ রান করেন অধিনায়ক ম্যাককালাম। ২৭ বলে ছয় চার ও তিন ছয়ে দুর্দান্ত এ ইনিংসটি খেলেন ডানহাতি তারকা। ওপরের তিন ব্যাটসম্যান দারুণ খেললেও অন্য কেউ ভালো করতে না পারায় দলীয় ইনিংস বড় করতে পারেনি স্বাগতিকরা।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান মিচেল মার্শ। আর দুটি করে উইকেট পান জস হ্যাজেলউড, জন হ্যাস্টিং ও স্কট বোল্যান্ড।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।