ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাসুদের শতকে পাকিস্তানের সংগ্রহ ২২৭ রান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
মাসুদের শতকে পাকিস্তানের সংগ্রহ ২২৭ রান ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: উইকেটরক্ষক ব্যাটসম্যান উমায়ের মাসুদের লড়াকু ১১৩ বলে ১১৩ রানের ইনিংসে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের যুবাদের বিপক্ষে ৬ উইকেটে ২২৭ রানের সংগ্রহ পেয়েছে পাকিস্তানি যুবারা।

বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের মঞ্চে নামার জন্য ক্যারিবীয়দের প্রয়োজন ২২৮ রান।



সোমবার (৮ ফেব্রুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। এদিন টস জয় দলটির জন্য সুখকর হলেও ব্যাটিংয়ের শুরুটা একেবারেই সুখকর হয়নি। ব্যাটিংয়ে নেমে দলীয় ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে জিশান মালিকরা।

এত স্বল্প সংগ্রহে চাপে পড়া পাকিস্তান ষষ্ঠ উইকেটে উমায়ের মাসুদ ও সালমান ফাইয়াজের ব্যাটে বিপদ এড়ায়। সন্দেহ নেই পাক উইকেটরক্ষক ব্যাটসম্যান উমায়ের এদিন ব্যাটে যে জবাব ক্যারিবীয়দের দিয়েছেন তা তুলনাহীন। তার ১১৩ রানের মহাকাব্যিক ইনিংসের সঙ্গে সালমানের ৫৮ রানে ৬ উইকেটে ২২৭ রানের সংগ্রহ পায় পাকিস্তানি যুবারা।

আউট হয়ে যাবার আগে এই দুই ব্যাটসম্যান গড়েছেন অনবদ্য ১৬৪ রানের জুটি।

ক্যারিবীয় যুবাদের হয়ে বল হাতে কেমার হোল্ডার ২টি, সামার স্প্রিংগার, রায়ান জন, কেমো পল ও আলজারি জোসেপ নেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।