ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে যেতে ইচ্ছুক ভারত-শ্রীলঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ফাইনালে যেতে ইচ্ছুক ভারত-শ্রীলঙ্কা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা।   মঙ্গলবার (০৮ ফেব্রয়ারি) মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান দুই দলের অধিনায়ক।



ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের যুবাদের হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে লঙ্কান যুবারা। নিজেদের সেরাটা দিয়েই যুব বিশ্বকাপের ফাইনালের মঞ্চে নামতে চায় সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাদের উত্তরসূরিরা। দলটির অধিনায়ক চারিথ অাশালঙ্কা জানান, ভারত শক্তিশালী  দল। তবে সেটা নিয়ে অামরা ভাবছি না। অামরা অামাদের খেলাটাই খেলতে চাই।                         

এদিকে, এবারের আসরের ফেভারিট ভারত যুব বিশ্বকাপের শিরোপা জিততে উঠেপড়ে লেগেছে। কোয়ার্টার ফাইনালে চমক জাগানিয়া দল নামিবিয়াকে হারিয়ে সেমির টিকিট কাটে দলটি। দলটিতে কোচের দায়িত্বে আছেন ভারতের সাবেক ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়। দলীয় পারফর্মে নিজেদের ফাইনালের মঞ্চে দেখতে চায় টিম ইন্ডিয়ার যুবারা।

ভারতের অধিনায়ক ইশান কিশান সেমিফাইনাল ম্যাচ প্রসঙ্গে বলেন, আমার সতীর্থদের এনার্জি লেভেল খুব হাই। সবার সাথে অালোচনা হচ্ছে যাতে বোঝাপড়া আরও ভালো হয়। অাগের ম্যাচগুলোতে কি করেছি সেটি বাদ দিয়ে কালকের ম্যাচটাতেই ফোকাস করতে চাই। অামাদের দলটা নিয়ে সবার প্রত্যাশা অনেক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কার যুবারা। সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।